বাংলা৭১নিউজ,ঢাকা: সাংবাদিকতাকে ঝুঁকিপূর্ণ পেশা উল্লেখ করে গণমাধ্যমকর্মীদের কল্যাণে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার মন্ত্রীর নিজ দপ্তরে সাংবাদিকদের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণের সময় একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘সাংবাদিকরা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সমাজ বিকাশের জন্য ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন। তাদের কল্যাণে পদক্ষেপ নেওয়া হবে।’
গত দশ বছর প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ বদলে গেছে বলে জানান হাছান মাহমুদ। বলেন, বাংলাদেশে টেলিভিশনের যাত্রা শুরু হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। তিনি টেলিভিশন সাংবাদিকতা সবার জন্য বিকশিত করেছেন।
অনলাইন পত্রিকা সমূহ ও সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করে গণমাধ্যমে বিরাজমান বিভিন্ন ত্রুটির বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
বাংলা৭১নিউজ/জেড এইচ