বাংলা৭১নিউজ, ঢাকা: বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা তিমির লাল দত্ত আর নেই।
আজ সকালে তিনি রাজধানীর বাসাবো’র বাস ভবনে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত বারডেম হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার বয়স হয়েছিল ৬৩ বছর।
তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক তিমির লাল দত্ত তার কর্মজীবন শুরু করেন দৈনিক খবর পত্রিকার মাধ্যমে, এরপর তিনি সমকালসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করার পর বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) থেকে চলতি বছরের সেপ্টেম্বর মাসে অবসর গ্রহণ করেন।
তার মৃত্যু সংবাদ শুনে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বারডেম হাসপাতালে তার লাশ দেখতে যান এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
প্রয়াত সাংবাদিক তিমির দত্তের লাশ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আনা হয়। শ্রদ্ধা নিবেদনের পর তাকে জাতীয় প্রেসক্লাবে নেয়া হয়। সেখানে মুক্তিযোদ্ধা তিমির দত্তকে শেষ শ্রদ্ধা জানানোর পর তার শেষকৃত্য অনুষ্ঠানের জন্য গ্রামের বাড়ি বরিশালে নেয়া হবে।
বাংলা৭১নিউজ/সিএইস