বাংলা৭১নিউজ,পটুয়াখালী প্রতিনিধি: বরিশালে একটি বেসরকারী টিভি চ্যানেলের ক্যামেরা পার্সন সুমন হাসানে ওপর গোয়েন্দা(ডিবি)পুলিশের নির্যাতন ও সংবাদ প্রকাশের জেরে দৈনিক কালের কন্ঠ পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি এমরান হাসান সোহেল’র বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাউফল প্রেসক্লারে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সোমবার সকালে বাউফল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানবন্ধন শেষে সাংবাদিকরা বিক্ষোভ মিছিল বেড় করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশ করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি মো: হারুন অর রশিদ খান, সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, যুগ্ম সম্পাদক প্রভাষক মনজুর মোর্শেদ, কোষাধ্যক্ষ আরেফিন সহিদ প্রমুখ।
এ সময় সাংবাদিক নেতারা ক্যামেরা পার্সন সুমন হাসানের নির্যাতন কারীদের চিহিৃত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া এবং দৈনিক কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি এমরান হাসান সোহেলের বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহারে জোর দাবী জানান।
বাংলা৭১নিউজ/জেএস