বাংলা৭১নিউজ,মাসুম সিদ্দিকী,বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি: বরিশালে বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের ক্যামরেপারসন সুমন হাসানের ওপর গোয়েন্দা পুলিশের (ডিবি) নির্যাতনের প্রতিবাদে ও ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সংবাদ প্রকাশের জেরে কালের কন্ঠের পটুয়াখালী জেলা প্রতিনিধি এমরান হাসানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার পটুয়াখালীর বাউফলে মানববন্ধন, মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকেরা।
বাউফল উপজেলায় কর্মরত সাংবাদিকের ব্যানারে বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন হয়। ওই সময় জাতীয় ও আঞ্চলিক দৈনিকের ২৪ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকেরা বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে থানার পাশে ইলিশ চত্বরে প্রতিবাদ সমাবেশ করে।
ভোরের কাগজের অতুল পালের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন জনকন্ঠের কামরুজ্জামান বাচ্চু (আসল নাম), সমকালের জিতেন্দ্রনাথ রায়, প্রথম আলোর মিজানুর রহমান, যুগান্তরের শিবলী সাদেক।
বক্তারা ২০১৫ সালের এই দিনে (১৭ মার্চ) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রথম আলোর বাউফল প্রতিনিধি মিজানুর রহমানকে হাতকড়া পড়িয়ে পুলিশের অমানবিক নির্যাতনের চিত্র তুলে ধরেন এবং বলেন, একই ভাবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবার সুমন হাসানের ওপর ডিবি পুলিশ নির্যতন করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হলে আর কোনো পুলিশ, কারো ওপর অন্যায়ভাবে নির্যাতন করার সাহস দেখাবে না। আর শাস্তি দেওয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এছাড়া ক্ষমতাসীন দলের এক নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে ৪ জানুয়ারি গলাচিপা আদালতে ও ১২ মার্চ দশমিনা আদালতে কালের কন্ঠের জেলা প্রতিনিধি এমরান হাসানের বিরুদ্ধে দুটি মানহানির মামলা করা হয়। ওই মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয় প্রতিবাদ সমাবেশ থেকে।
বাংলা৭১নিউজ/জেএস