রবিবার, ২৬ মে ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আপিল বিভাগের সাবেক বিচারপতি আনোয়ার উল হক মারা গেছেন ১২ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস ও ভূমিধসের আশঙ্কা চ্যাম্পিয়ন হয়েই পিএসজি অধ্যায় শেষ এমবাপের গুজরাটে ‌‘গেমিং জোনে’ ভয়াবহ আগুন, শিশুসহ নিহত ২৭ ঘূর্ণিঝড় ‘রেমাল’: ১০ নম্বর মহাবিপদ সংকেত ৩১ বছর পর জার্মান কাপ জিতলো লেভারকুসেন ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা, ঘূর্ণিঝড় আইলার মতোই ভয়ঙ্কর রেমাল হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত সন্ধ্যায় ঢাকায় আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন উপমন্ত্রী দক্ষ জনশক্তি রপ্তানিতে দেশ ভিত্তিক প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে ‘এ পরিবারে জন্ম হওয়াটাই আমার ভুল হয়েছে’ দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৩ বাংলাদেশি পুলিশের সার্জেন্ট পরিচয় দিয়ে চাঁদাবাজি, যুবক গ্রেফতার পৃথিবীর কাছাকাছি ‘বাসযোগ্য’ নতুন গ্রহ আবিষ্কার বিজ্ঞানীদের জাতিসংঘ শান্তিরক্ষী নিয়ে প্রচারিত তথ্যচিত্রের প্রতিবাদ আইএসপিআরের ইসরায়েলগামী আরও তিন জাহাজে হুথির হামলা রেকর্ড গড়ে বড় পতনে সোনা উপকূলীয় এলাকায় লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর পরিচয়ে ফেসবুকে হারবাল পণ্যের রমরমা বাণিজ্য

সল্ট-আয়ার-রমনদীপের ব্যাটে কলকাতার বড় সংগ্রহ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১৭ বার পড়া হয়েছে

ফিল সল্ট, শ্রেয়াস আয়ারের ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। আজ রোববার বিকেলে ঘরের মাঠ ইডেন গার্ডেনে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করেছে। জিততে কোহলি-ডু প্লেসিসদের করতে হবে ২২৩ রান।

এদিন ব্যাট করতে নেমেই ঝড় তোলেন সল্ট। মাত্র ১৪ বলে ৭টি চার ও ৩ ছক্কায় তুলে ফেলেন ৪৮ রান। অবশ্য ব্যক্তিগত এই রানে এবং দলীয় ৫৬’র সময় সাজঘরে ফেরেন তিনি।

এরপর সুনীল নারিন ও অঙ্ককৃশ রঘুবংশী দ্রুত ফিরেন ১০ ও ৩ রান করে। দলীয় ৯৭ রানের সময় ফেরেন ভেঙ্কটেশ আয়ারও। ৩ চারে ১৬ রান করেন তিনি।

সেখান থেকে শ্রেয়ার আয়ার ও রিংকু সিং দলীয় সংগ্রহকে টেনে নেন ১৩৭ পর্যন্ত। এই রানে ফেরেন রিংকু। তিনি ২ চার ও ১ ছক্কায় ২৪ রান করে যান। ১৭৯ রানের মাথায় আউট হন আয়ারও। তবে যাওয়ার আগে ৩৬ বলে ৭টি চার ও ১ ছক্কায় ফিফটি করে যান।

সেখান থেকে আন্দ্রে রাসেল ও রামনদীপ সিং শেষদিকে ঝড় তুলে দলীয় সংগ্রহ ২০০ পার করেন। শেষ পর্যন্ত তারা দুজন মাত্র ১৬ বলে দলীয় সংগ্রহে যোগ করেন ৪৩ রান। তাতে কেকেআরের সংগ্রহ বেড়ে হয় ২২২। রামনদীপ ৯ বলে ২ চার ও ২ ছক্কায় ২৪ রানে ও রাসেল ২০ বলে ৪টি চারে ২৭ রানে অপরাজিত থাকেন।

বল হাতে বেঙ্গালুরুর যশ দয়াল ও ক্যামেরন গ্রিন ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ ও লোকি ফার্গুসন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com