সরকারি চাকরিতে নিয়োগের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে চুয়াডাঙ্গায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ যুব ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলা শাখা আজ শনিবার বেলা ১০ টায় বড়বাজার শহীদ হাসান চত্বরে এই সমাবেশের আয়োজন করে।
যুব ইউনিয়নের সভাপতি মাসুদ আরিফ মানুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহেদ জামাল। এসময় অন্যান্যের মধ্যে অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, উদীচী চুয়াডাঙ্গা’র সভাপতি জহির রায়হান, অরিন্দম চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উদীচী ডিঙ্গেদহের সভাপতি আব্দুস সাত্তার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শাওন কুমার রায়, যুব ইউনিয়ন সদস্য ইরিনা ইয়াসমিন ও বাদশা আলম বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে এই ন্যায়সঙ্গত দাবী পূরণে সরকারের প্রতি আহ্বান জানান।
বাংলা৭১নিউজ/এবি