শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি করছে ৫ টিম সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে : গভর্নর হামলাকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন সংস্কৃতি উপদেষ্টা চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে দুটি নতুন ট্রেন লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজ অন্তর্বর্তীকালীন দা‌য়িত্ব পালনে ঢাকায় ট্র্যাসি জ্যাকবসন শ্রম আইনে পরিচালনার নির্দেশ প্রধান উপদেষ্টার কমিটি নিয়ে দ্বন্দ্ব, বৈষম্যবিরোধী ছাত্রদের দু’পক্ষের হাতাহাতি পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে মায়ের জন্য বাসায় রান্না করা খাবার নিয়ে গেলেন তারেক রহমান বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র লেবানন-ইয়েমেনে ইসরায়েলের হামলা, গাজায় নিহত আরও ২১ সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩২ করার দাবি

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৬৪ বার পড়া হয়েছে

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে ৩২ বছর করার দাবি জানিয়েছে চাকরি প্রত্যাশীরা। করোনা মহামারির কারণে সৃষ্ট ক্ষতিপূরণে এমন দাবি জানিয়েছে তারা। 

রবিবার (২৭ জুন) সকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধনে এই দাবি জানায় ‘সরকারি চাকরি প্রত্যাশী যুব প্রজন্ম’ নামের একটি প্ল্যাটফর্ম। দাবি পূরণে এসময় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। 

মানববন্ধনে বক্তারা বলেন, করোনাকালীন সময়ে সব শিক্ষার্থী ইতোমধ্যেই দেড় বছর হারিয়ে ফেলেছে, যা দুই বছর হতে চলেছে। ফলে চাকরিতে প্রবেশের বর্তমান বয়সসীমা ৩০ হওয়ায় করোনার শুরুতে যাদের বয়স ২৮ বা তার বেশি ছিলো, তারা চাকরিতে প্রবেশের পর্যাপ্ত সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারি চাকরির জন্য মেধা যাচাইয়ের কোনো পথই তাদের থাকছে না। ফলে চাকরির প্রবেশের বয়স ৩২ বছরে উন্নীত করে সব বয়সের শিক্ষার্থীদের সুযোগ করে দেওয়া উচিত। 

আন্দোলনকারীদের লিখিত এক বিবৃতিতে বলা হয়, ২০১১ সালে এসে অবসরের বয়স বেড়ে হয় ৫৯ আর মহান মুক্তিযোদ্ধাদের জন্য হয় ৬০। অবসরের বয়স যেহেতু ২ বছর বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে চাকরিতে প্রবেশের বয়স ২ বছর বৃদ্ধি করলে সেটাও আর সাংঘর্ষিক হয় না। প্রাপ্ত তথ্যমতে, করোনাকালে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের পরিমাণ ৮৭ শতাংশ থেকে কমে ১৩ শতাংশে উপনীত হয়েছে, বেকারত্বের হার ২০ শতাংশ থেকে ৩৫ শতাংশে উন্নীত হয়েছে। করোনাকালীন ক্ষতিগ্রস্ততার স্বীকার এই দেড় লাখ চাকরি প্রত্যাশী বেকারত্বের হার আরও বৃদ্ধি করবে।

‘ব্যাকডেট’ দেওয়ার মাধ্যমে সব বয়সী চাকরি প্রত্যাশীদের ক্ষতিপূরণ সম্ভব নয় বলে উল্লেখ করে তারা বলেন, চাকরিতে আবেদনের বয়স স্থায়ীভাবে ২ বছর বাড়িয়ে ৩২ বছর করলে সকলেই তাদের হারিয়ে যাওয়ায় ২ বছর ফিরে পাবে। এসময় তারা চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করার জন্যে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক আকাইদ আকন্দের সঞ্চালনায় মানববন্ধনে মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক তানভির হোসেন, আব্দুল্লাহ আল মামুন, আনোয়ার সাকিন, সুমনা রহমান প্রমুখ বক্তব্য দেন। মানববন্ধন থেকে একই দাবিতে সোমবার (২৮ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে একটি সংবাদ সম্মেলন এবং মঙ্গলবার (২৯ জুন) বিকেল তিনটায় মৌন সমাবেশ করার ঘোষণা করা হয়। 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com