বাংলা৭১নিউজ, নাজিম বকাউল, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন সরকারি কলেজের বৃহস্পতিবার দুপুর ১২ টায় ক্লাশ চলাকালিন চলন্ত সিলিং ফ্যান সহ ছাদের আস্তর ধ্বসে পড়ে একাদশ শ্রেণীর ৪ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা হলেন- একাশদ শ্রেনীর ইমা আক্তার (১৭). সাথী আক্তার (১৬), পপি আক্তার (১৬) ও মাকসুদা বেগম (১৭)। আতরা চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে শিক্ষার্থী ইমা আক্তার ও সাথী আক্তারের মাথায় গুরুতর জখম থাকায় বৃহস্পতিবার বিকেলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
জানা যায়, ওই দিন দুপুরে কলেজের একাদশ শ্রেনীর আইসিটি ক্লাশ চলছিল। হঠাৎ মাথার উপর চলন্ত ফ্যান খুলে পড়ে দুই ছাত্রী গুরুতর আহত হয়। সহপাঠীরা আহত ইমা আক্তার ও সাথী আক্তারকে উদ্ধার করতে গিয়ে মাকসুদা বেগম ও পপি আক্তার নামক আরও দুই শিক্ষার্থী আহত হয়। এ ব্যপারে চরভদ্রাসন সরকারি কলেজের প্রিন্সিপাল শীলা রানী মন্ডল বলেন, “ মৌসুমের ভারী বৃষ্টিতে কলেজের ছাদে পানি জমে ছাদের তলদেশ নড়বড়ে হয়ে পড়েছে। এতে চলন্ত ফ্যানের ঝাঁকুনীতে ছাদের প্লাস্টার অংশ সহ খুলে পড়ে ছাত্রীরা আহত হয়েছে”।
চালককে চেতনাশক খাইয়ে ইজিবাইক ছিনতাই
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুক্রবার বিকাল সাড়ে ৫টায় চালককে চেতনাশক খাইয়ে একটি ইজিবাইক ছিনতাই করেছে অজ্ঞাত ৩ যুবক। ইজিবাইক চালক ফরিদপুর সদর উপজেলার বায়তালামান গ্রামের সৈজদ্দিন শিকদারের ছেলে মোঃ মোশারফ হোসেন (৩০) ঘটনার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অসুস্থ্য বাইক চালক জানায়, শুক্রবার বিকাল ৪ টায় ফরিদপুর জেলার হাট গজারিয়া এলাকা থেকে ৩ যুবক যাত্রী সেজে ইজিবাইক রিজার্ভ করে চরভদ্রাসনের উদ্দেশ্যে রওয়ানা হয়। যাত্রীরা চলন্ত ইজিবাইকের মধ্যে চালকের সাথে খোশগেল্প মত্ত্ব হয়ে ঘনিষ্ঠ হয়ে ওঠে। যাত্রীরা চরভদ্রাসনে পৌছে স্বাস্থ্য কমপ্লেক্স বাউন্ডারীর মধ্যে ঢুকে হালকা নাশতার জন্য চালককে রুটি খাওয়ায়। কিছুক্ষণ পরে অচেতন হয়ে পড়লে চালককে মাটিতে ফেলে রেখে যাত্রী ব্যাশি যুবকরা ইজিবাইক নিয়ে উঁধাও হয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত চরভদ্রাসন থানায় কোনো অভিযোগ করা হয়নি বলে জানা যায়।
বাংলা৭১নিউজ/জেএস