বাংলা৭১নিউজ, ঢাকা : কর হিসেবে পাওনা ৪০৪ কোটি টাকা সরকারকে পরিশোধ করতে বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটিকে (ব্র্যাক) নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
এ সংক্রান্ত রাষ্ট্রপক্ষের করা আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ আজ দুপুরে এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর শুভ্র। ব্র্যাকের পক্ষে ছিলেন আসাদুজ্জামান।
বাংলা৭১নিউজ/সিএইস