রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মেট্রোরেলে ভ্যাট বসানো এনবিআরের ভুল সিদ্ধান্ত : ওবায়দুল কাদের ভাঙ্গায় চেয়ারম্যানপ্রার্থীর উঠান বৈঠকে হামলা-ভাঙচুর সিঙ্গাপুরে হঠাৎ মাথাচাড়া করোনার, আক্রান্ত প্রায় ২৬ হাজার বাংলাদেশ অর্থনীতি সমিতি সভাপতি কাজী খলীকুজ্জমান, সম্পাদক আইনুল ওএমএস–এ গাফলতি হলে জেল-জরিমানার হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর এসএমই মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী একদল কুকুরের আক্রমণে প্রাণ গেলো যুবকের উখিয়ায় অস্ত্রসহ ৪ আরসা সদস্য গ্রেপ্তার বিশ্ববাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা বৃষ্টি হতে পারে সারাদেশে সফলতার সঙ্গে আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি: মেয়র তাপস গবেষকদের দাবি: ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া কোভ্যাক্সিনের টিকায় কানে নজর কাড়লেন কিয়ারা ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং লোন নিয়ে রিকশা কিনছি, এখন কিস্তি দেবো কি করে ট্রাম্পের মস্তিষ্ক বিকৃত, গণতন্ত্রের জন্য হুমকি বাইডেন মেসির ফেরার ম্যাচে শেষ মুহূর্তে জয় মিয়ামির ১১ বছর পর আরেক বাংলাদেশির এভারেস্ট জয় সৌদি গেলেন ২৮৭৬০ হজযাত্রী, আরও একজনের মৃত্যু ভিসা ছাড়াই রাশিয়ায় যেতে পারবেন ভারতীয়রা, চুক্তি চলতি বছরই

সম্ভাবনা জাগল আর্জেন্টিনার

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৩ জুন, ২০১৮
  • ১২৫ বার পড়া হয়েছে
নাইজেরিয়ার জয়ের নায়ক আহমেদ মুসা

বাংলা৭১নিউজ ডেস্ক: আহমেদ মুসার জোড়া গোলের সুবাদে আইসল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে নাইজেরিয়া। এই জয়ের ফলে ৩ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এল আফ্রিকার এই দলটি। দুই ম্যাচে দুই জয় নিয়ে এই গ্রুপে সবার আগে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে ক্রোয়েশিয়া।

রাশিয়ার ভলগোগ্রাদে শুক্রবার ম্যাচের প্রথমার্ধে দুই দলই বিক্ষিপ্ত আক্রমণ করেছে। কিন্তু গোল করার মতো ভালো কোন সুযোগ গড়তে পারেনি কোনো দলই। গোলশূন্যভাবেই বিরতিতে যায় দুই দল। কিন্তু দ্বিতীয়ার্ধেই জন্য ভিন্ন এক নাইজেরিয়া মাঠে নামে। শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণ। ৪৬ মিনিটে ওঘেনেকারো এতাবোর শট আটকে দেন দেন আইস গোলরক্ষক হানেস হলডরসন। তবে গোল পেতে খুব বেশি সময় লাগেনি নাইজেরিয়ার। তিন মিনিট পরেই ভিক্টর মোসেসের ক্রস দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণে নেন আহমেদ মুসা। দারুণ এক শট আইসল্যান্ডের জালে বল জড়ান তিনি।

৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারত নাইজেরিয়ার। কিন্তু উইলফ্রেড এনদিদির শট ঝাঁপিয়ে পড়ে রুখে দেন গোলরক্ষক হলডরসন। ব্যবধান বাড়ানোর জন্য একের পর এক আক্রমণ করে গেছে সুপার ঈগলরা।

নাইজেরিয়া দল

৭৩ মিনিটে বারে দারুণ এক শট নিয়েছিলেন মুসা। গোলরক্ষককে পরাস্ত করতে পারলেও বারে লেগে তা ফিরে আসে। দুই মিনিট আর আটকাতে পারেননি হলডরসন। কেনেথ ওমেরিওর কাছ থেকে বল পেয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়েছেন মুসা। কাটান গোলরক্ষককেও। তখনও সামনে দুই ডিফেন্ডার। কিন্তু তাদের ফাঁকি দিয়ে বল জালে জড়াতে কোনো ভুল করেননি মুসা।

দুই গোলে পিছিয়ে থেকে তা শোধ করতে আক্রমণের ধারা বাড়ায় আইসরা। ৮০ মিনিটে পেনাল্টিও পায় দলটি। কিন্তু তা থেকে লক্ষ্যভেদ করতে পারেননি গিলফি সিগুর্ডসন। বারের উপর দিয়ে যায় তার স্পটকিক। এরপর আর গোল না হলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে নাইজেরিয়া।

নাইজেরিয়ার খেলোয়াড়দের উল্লাস

নাইজেরিয়াকে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকা আর্জেন্টিনার সঙ্গে জয় না হোক ড্র করলেই চলবে। অন্যদিকে আর্জেন্টিনার দ্বিতীয় পর্বে যেতে হলে নাইজেরিয়াকে হারাতেই হবে। শুধু তাই নয়, আইসল্যান্ডের বিপক্ষে ক্রোয়েশিয়া যদি না হারে, তবেই মেসিরা দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে। সূত্র: পার্সটুডে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com