বাংলা৭১নিউজ, ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান চলবে বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন।
আজ রাজধানীর ধানমণ্ডি লেকের রবীন্দ্র সরোবরে সপ্তাহব্যাপী ‘মশক নিধন ক্র্যাশ প্রোগ্রাম’ উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এ তথ্য জানান। একইসঙ্গে নগরীতে ডেঙ্গুবিরোধী সচেতনতামূলক প্রচারাভিযানের কথা বলেন তিনি।
সাঈদ খোকন বলেন, ঢাকা দক্ষিণে সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান চলবে। সিটি করপোরেশনের (দক্ষিণ) কর্মীরা প্রতিটি ওয়ার্ডে মশক-নিধন কার্যক্রম চালাবেন।
মেয়র বলেন, ‘কেউ দায়িত্বে অবহেলা করলে আমাদের জানাবেন। আপনার এলাকায় মশকনিধন কর্মী না দেখলে হটলাইন ৯৫৫৬০১৪ এ কল করুন। তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘বাসার ছাদে, ফুলের টবে, পরিত্যক্ত টায়ার কিংবা যেকোনো খালিপাত্রে পানি জমতে দেবেন না। স্বচ্ছ পানিতে এডিস মশার বংশবিস্তার ঘটে বেশি। তাই সবাই মিলে এডিস মশা প্রতিরোধে সোচ্চার হন।’
তিনি বলেন, এখন বর্ষাকাল। মশার বংশবিস্তার প্রতিরোধে সচেতন না হলে ডেঙ্গু জ্বরের হাত থেকে রেহাই পাওয়া যাবে না।
বক্তব্য শেষে লারভিসাইড মেশিন কাঁধে নিয়ে মেয়র পরিত্যক্ত টায়ারে স্প্রে করেন। এরপর একটি র্যালিতে অংশ নিয়ে মেয়র ডেঙ্গুবিরোধী লিফলেট বিতরণ করেন।
সপ্তাহব্যাপী মশক নিধন ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জেনারেল ডা. মো. সাইদুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপক কমোডর মো. কুতুব উদ্দিন বখতিয়ার প্রমুখ।
বাংলা৭১নিউজ/সিএইস