শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, একজনের মৃত্যু নিজেদের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার এআই ভিডিওর ফাঁদে ভারতের রাজনীতি কোরবানির চাহিদার চেয়ে ২২,৭৭,৯৭৩ অতিরিক্ত গবাদিপশু প্রস্তুত কক্সবাজারের আদলে সাজবে পতেঙ্গা ছিনতাই হতে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করলেন ট্রাফিক পুলিশ সদস্য ‌‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়া হবে’ কেস খেলবা আসো, নিপুণকে ডিপজল পর্যটন খাতে তুরস্ককে বিনিয়োগের আহ্বান মন্ত্রীর গাজায় ১৫ হাজারের বেশি শিশু নিহত বিদেশি ঋণনির্ভর প্রকল্পের অগ্রগতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির মুনাফা বেড়েছে পাপুলের শ্যালিকা ও দুই কর কর্মকর্তার বিরু‌দ্ধে দুদকের মামলা ‘কাক পোশাকে’ কানের লাল গালিচায় ভাবনা ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৩ বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার ‘মাদক সম্রাজ্ঞী’ লাবনীসহ গ্রেপ্তার ৭ ‘ডো‌নাল্ড লু ঘুরে যাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে’ রূপপুর-মেট্রোরেলসহ ১০ প্রকল্পেই বরাদ্দ ৫২ হাজার কোটি

সন্তানের অধিকার পেতে আইনি লড়াইয়ে বাঁধন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ১২২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: তিন বছর আগে বিয়েবিচ্ছেদ হয়েছে লাক্স তারকা বাঁধনের। তখন মিডিয়ায় খুব বেশি চাউর না হলেও বিষয়টি অনেকেই জানতেন। বিচ্ছেদের পর গেল তিন বছর ভালোই ছিলেন তিনি।

কিন্তু বিপত্তি বেঁধেছে সম্প্রতি। বাঁধনের সাবেক স্বামী তাদের একমাত্র মেয়েসন্তান সায়রাকে ফেরত নিতে চাইছেন। আর এ জন্য মেয়ের অধিকার পেতে আইনের আশ্রয় নিয়েছেন বাঁধন।

তিনি এমনটিই জানিয়েছেন। বাঁধন বলেছেন, ‘তার সাবেক স্বামী সনেট মেয়েকে তার কাছ থেকে নিয়ে যেতে চাইছেন। অথচ এতদিন ধরে মেয়েকে তিনিই বড় করছেন।’

এদিকে বাঁধনের সাবেক স্বামী দাবি করেছেন, গেল কয়েক সপ্তাহ ধরে মেয়ের সঙ্গে কথা বলতে দিচ্ছেন না বাঁধন। দেখা করারও সুযোগ দিচ্ছেন না। তাই বাধ্য হয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি গণমাধ্যমে ডিভোর্সের কথা বলছেন।

এদিকে মেয়ের অধিকার ফিরে পেতে ৩ আগস্ট পারিবারিক আদালতে মামলা করেছেন বাঁধন। এ প্রসঙ্গে তিনি বলেন, বাবা হিসেবে মেয়েকে দেখার এবং কথা বলার অধিকার অবশ্যই আমার সাবেক স্বামীর আছে। প্রায় সময়ই সায়রাকে তার বাসায় নিয়েও যায়। কিছু দিন থেকে আবার চলে আসে। সম্প্রতি সায়রা আমাকে জানিয়েছে, ওর বাবা তাকে কানাডা নিয়ে যাওয়ার কথা বলে। আমি বিষয়টিতে বাধা দিতে গেলে সনেট বলে, প্রয়োজনে জোর করেই সে মেয়েকে কানাডায় পাঠাবে। আমি চাই না আমার একমাত্র সন্তান দেশের বাইরে থাকুক। ওর জন্য আমি অনেক সংগ্রাম করেছি। ওকে ছাড়া আমি থাকতে পারব না। তাই সায়রাকে আমার কাছে যেন রাখতে পারি, সে জন্য মা হিসেবে আমার অধিকার পেতে মামলা করেছি।

বাঁধন আরও বলেন, সনেটের বর্তমান স্ত্রী আমাকে ফোন দিয়ে বলে, আমার মেয়েকে তারা ভালো ভবিষ্যতের জন্য কানাডায় নিয়ে যাবেন। আমি যদি ভালো মা হয়ে থাকি, তা হলে এটি যেন মেনে নিই। কিন্তু আমি মানতে পারছি না। সায়রা আমার মেয়ে। তাকে কেন আমি অন্য মহিলার সঙ্গে পাঠাব? এমনিতেই মেয়ে, সাংসারিক ঝামেলা-মামলা ও ক্যারিয়ার সব কিছু একাই সামলাতে হচ্ছে। তার মধ্যে উটকো এসব ঝামেলা নিয়ে আমি বড্ড ক্লান্ত। বিষয়টি সমাধান পেতেই আইনের আশ্রয় নিয়েছি। কী হবে জানি না। তবে মেয়েকে ছাড়া আমি থাকতে পারব না- এটিই জানি।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com