রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আন্দোলনে আহতদের দেখতে শেখ হাসিনা বার্নে স্বাস্থ্য উপদেষ্টা পাকিস্তানে বন্দুকযুদ্ধে ৬ সেনা ও ৮ বিদ্রোহী নিহত ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু নেত্রকোণায় ১৫ গ্রাম প্লাবিত, পানিবন্দি ২০ হাজার মানুষ ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৯২৭ বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামীদের জন্য হচ্ছে ‘স্পেশাল লাউঞ্জ’ ‘হেলমেট বাহিনীর’ সদস্য মনিরুল অস্ত্রসহ গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার ‘সাধারণ মানুষ যাতে ইলিশ খেতে পারে, সেই চেষ্টা করতে হবে’ শেরপুরে বন্যায় ৪ মৃত্যু, নৌযানের অভাবে উদ্ধার কাজ ব্যাহত নির্ভয়ে পূজামণ্ডপে যাওয়ার আহ্বান সেনাপ্রধানের সারা দেশে দুই লক্ষাধিক আনসার মোতায়েন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত পলাতকদের তথ্য পেলে কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রপতিকে অপসারণের পর এবার সংবিধান বাতিলের দাবি হাসনাতের সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মৌলিক সংস্কারের প্রস্তাব করেছে জামায়াত প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি এক সপ্তাহে তেলের দাম বেড়েছে ৯ শতাংশ ঘরেই মাদকের কারবার করতেন স্বামী-স্ত্রী, যৌথবাহিনী অভিযানে ধরা

সজনের কেজি ৪০০ টাকা

খুলনা প্রতিনিধি:
  • আপলোড সময় বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৯ বার পড়া হয়েছে

খুলনায় নানা ঔষধিগুণে ভরপুর সজন ডাটার ভালো ফলন হয়েছে। এরই মধ্যে বাজারে উঠতে শুরু করেছে দেশি সজনে। কিন্তু দাম চড়া। কৃষকরা কেজি প্রতি ১৮০-২০০ টাকা দাম পেলেও খুচরা বিক্রি হচ্ছে ৩০০-৪০০ টাকা। এতে বেকায়দায় পড়েছেন সজনে ডাটার ক্রেতারা।

বুধবার (১ মার্চ) নগরীর একাধিক বাজার ঘুরে দেখা যায়, প্রায় প্রত্যেকটা সবজির দোকানে সজনে ডাটা পাওয়া যাচ্ছে। এমনকি ভ্যান ও ফুটপাতের দোকানেও অন্য সবজির সঙ্গে সজনেও শোভা পাচ্ছে।

নগরীর টুটপাড়া জোড়াকল বাজারের সবজি বিক্রেতা রানা ও মনি জানান, আকারভেদে তারা সজনে ডাটা বিক্রি করছেন বিভিন্ন দামে। ৬ থেকে ১০ ইঞ্চির সজনের দাম কেজি প্রতি ৩০০ টাকা। এর থেকে একটু বড় সাইজের সজনে কেজি প্রতি ৪০০ শত টাকা।

অপরদিকে নগরীর ময়লাপোতা সন্ধ্যা বাজারের বিক্রেতা হায়দার বলেন, ‘আমার এখানে যে সজনে একেবারেই নরম সেগুলো বিক্রি করছি ৪০০ টাকা। একটু শক্ত হয়ে যাওয়া সজনে ৩০০ টাকা রাখছি।’

বাজারে সবজি কিনতে আসা শেরে বাংলা রোডের বাসিন্দা গৃহিণী আবিদা রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এবার শহর ও গ্রামের বিভিন্ন এলাকার গাছগুলোতে সজনের ব্যাপক ফলন দেখা গেছে। সজনের দাম এতো বেশি হওয়া মোটেও ঠিক না। ব্যবসায়ীরা জোট পাকিয়ে সজনের দাম বেশি নিচ্ছেন।’

খুলনা বটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাংলা ইউনিয়নের সজনে চাষি ইমরান হোসেনের ৯টি গাছে এবার সজনে হয়েছে। হত কয়েকদিন ধরে ২০০-২২৫ টাকা কেজি দরে সজনে বিক্রি করেছেন। বুধবার থেকে সে সজনে ১৮০ টাকা কেজি বিক্রি করছেন।

ইমরান হোসেন বলেন, দাম ভালোই পাচ্ছি। তবে শুনলাম খুচরা বাজারে সজনের দাম বেশি রাখা হচ্ছে।

ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের আরেক চাষি জহিরুল ইসলাম বলেন, বাড়ির পাঁচটি গাছের সজনে বিক্রি করছি। এর মধ্যে তিনটা গাছের সজনে গাছ ধরেই বিক্রি করেছি। অপর দুটি গাছের সজনে কেজি দরে বিক্রি করছি। প্রতিকেজি সজনে ১৮০-২৩০ টাকা দরে পাচ্ছি।’

খুলনা ট্রাক টার্মিনালের পাইকারি কাঁচা বাজারের আড়তদার ইব্রাহিম মন্ডল বলেন, গত কয়েকদিন ধরে বাজারে সজনে আসতে শুরু করেছে। তবে পরিমাণ খুব বেশি নয়। আড়তে সজনে বিক্রি হচ্ছে ২০০-২৫০ টাকা কেজি দরে। এ দামের ওপর আছে আড়তদারীসহ পরিবহন খরচও।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com