রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বর্ণের দাম আরও বাড়ল এবার পোশাকে নায়িকাদের নাম ফুটিয়ে হাজির ভাবনা সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনতে চাই: পাটমন্ত্রী অনিয়ম এড়াতে মোবাইল অ্যাপে চাল বিক্রি ৩০ দিনের মধ্যে শহীদ আনোয়ারা উদ্যান ফেরতের দাবি মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে : রেলমন্ত্রী যিনি দেশ বিক্রি করতে চেয়েছিল আপনি তো ওনারই সন্তান হেফাজত নেতা মামুনুল হক ডিবিতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত: আইজিপি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে স্কুলসামগ্রী বিতরণ শাহ্জালাল ইসলামী ব্যাংকের জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ: ইসি হাবিব ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা নেই বেনাপোল-পেট্রাপোল দিয়ে ভারত ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা ঢাবিতে বিষমুক্ত ফল নিশ্চিতের দাবিতে মানববন্ধন গোপালগঞ্জের সেপটিক ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক নিহত দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে ভোট বর্জনই বিএনপির আন্দোলন: এ্যানি আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু

সংলাপ চেয়ে মুখ রক্ষা করছে ঐক্যফ্রন্ট : হাছান মাহমুদ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১২ জানুয়ারী, ২০১৯
  • ৮১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: নির্বাচনে চরম পরাজয়ের মধ্য দিয়ে নিজেদের যে ব্যর্থতা ফুটে উঠেছে তার গ্লানি ঢাকতে জাতীয় ঐক্যফ্রন্ট সংলাপের কথা বলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে চরমভাবে হেরে যাওয়ার কারণে ঐক্যফ্রন্টের নেতারা এক দিকে সংলাপের কথা বলছেন আরেক দিকে নানা কথাবার্তা বলে নিজেদের মুখ রক্ষার চেষ্টা করছেন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘ড. কামাল হোসেন বলেছেন নতুন নির্বাচনের জন্য সংলাপ করবেন। আসলে নির্বাচনে হেরে যাওয়ার গ্লানি ঢাকার জন্য সংলাপের নামে ভাওতাবাজির কথা বলছেন ঐক্যফ্রন্টের নেতারা। নির্বাচনে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এবং জনগণের চোখ অন্যদিকে ফেরানোর জন্য সংলাপের কথা বলছেন তারা।’

বাংলাদেশের ইতিহাসে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সবচাইতে শান্তিপূর্ণভাবে হয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এই নির্বাচনে সবচেয়ে কম সহিংসতা হয়েছে। সব নির্বাচনে পুলিশের উপর হামলা হয়েছে, পুলিশ আহত হয়েছে নিহত হয়েছে। এই নির্বাচনে একজন পুলিশ আহতও হয় নি। সবচাইতে কম সহিংসতা ও শান্তি পূর্ণ নির্বাচন হয়েছে।’

হাছান মাহমুদ বলেন, ‘অকশনে যারা নমিনেশন বিক্রি করেন, তারা কিভাবে নির্বাচনে জয়লাভ করবেন। বাংলাদেশের ইতিহাসে আমরা দেখিনি তিনশত আসনে আটশত নমিনেশন। যা বিএনপি এবার করেছে।’

‘নির্বাচনের দশদিন আগে যারা হাত পা গুটিয়ে ঘরের মধ্যে বসে থাকে তারা কিভাবে নির্বাচনে জয়লাভ করবে। যারা জীবন্ত মানুষের গায়ে পেট্রোল ঢেলে মানুষ হত্যা করেছে, পবিত্র কোরআন শরিফে আগুন দিয়েছে তাদেরকে মানুষ ভোট দিতে পারে?’, বলেন তথ্যমন্ত্রী।

বিএনপির নেতাদের মানসিক চিকিৎসা কারানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি বিএনপি নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানাবো, আপনাদের কয়েকজন নেতার চিকিৎসা করানোর জন্য। তাদের মানসিক চিকিৎসার খুবই প্রয়োজন। আর কাদের চিকিৎসা প্রয়োজন আপনারা সবাই জানেন। আজকে রিজভী সাহেব বলেছেন সরকারের ব্যর্থতার কথা, আমি তো বলছি বিএনপির ব্যর্থতা ঢাকতে ড. কামাল, রিজভী সাহেবসহ অনেকে নানা কথা বলছেন।’

তিনি বলেন, ‘আমি বিএনপিকে অনুরোধ জানাবো, এই ধরনের কথাবার্তা না বলে নিজেরা আপনাদের পরাজয়ের কারণ বিশ্লেষণ করুন। আর নেতৃত্ব পরিবর্তন করুন, তাহলে হয়ত আবার জনগণের কাছে যেতে পারবেন।’

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রাক্তন সাধারণ সম্পাদক সারাহ বেগম কবরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুর ইসলাম আমিন, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বিটু, অভিনয় শিল্পী হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান, রোকেয়া প্রাচী, তারিন, নুতন।

বাংলা৭১নিউজ/জেড এইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com