বাংলা৭১নিউজ,ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন প্রত্যাশীদের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
উদ্বোধনের পর একযোগে ৮ বিভাগের জন্যে নির্ধারিত ৮ বুথ থেকে এ মনোনয়ন ফরম বিক্রি হচ্ছে। ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে মনোনয়ন ফরমের মূল্য।
সংগ্রহকৃত ফরম পূরণ করে আগামী ১৮ জানুয়ারি সন্ধ্যা ৬টার মধ্যে দলের সভাপতির কার্যালয়ে জমা দিতে হবে।
এর আগে গতকাল সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ জানান, সংসদের সংরক্ষিত মহিলা আসনে কবে ভোট, তা আগামী ১৭ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।
সংবিধান অনুযায়ী ৩৫০ জন সংসদ সদস্য নিয়ে জাতীয় সংসদ গঠিত হয়। সরাসরি নির্বাচনের মাধ্যমে ৩০০ জন এবং সংসদের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে ৫০ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য নির্বাচিত হন।
২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়।
তবে ওই সময় নারী আসনের মেয়াদ বাড়ানো হয়নি। ফলে এখন সংরক্ষিত নারী সংসদ সদস্যের মেয়াদ আছে ২০১৯ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ২৫৭টি আসনে এককভাবে বিজয়ী হয়েছে। এই হিসাবে দলটি সংরক্ষিত ৪৩টি আসন পাবে।
বাংলা৭১নিউজ/জেড এইচ