বাংলা৭১নিউজ,ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অঘোষিত কর্মবিরতির নামে পুলিশ বক্স ও পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় মামলা করা হবে। আলোচনার মাধ্যমে কর্মবিরতির সমাধান করা না হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মিরপুর পুলিশ স্টাফ কলেজে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘এই ধরণের পরিস্থিতি তো আমরা চলতে দিতে পারি না। যাতে রাজপথগুলো পরিষ্কার থাকে সে ব্যবস্থা আমরা অবশ্যই নিবো। আমরা এখন দেখছি। মামলা হবে না কেন? পুলিশের একটা র্যাকার্স ভেঙ্গে ফেলেছে। আজকে একটা জিপের ওপর আক্রমণ করতে গিয়েছে। সেই সময় আপনারা দেখেছেন একজন শ্রমিক আহত হয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনী চরম ধৈর্যের সাথে মোকাবেলা করছে।’
বাংলা৭১নিউজ/এসএইস