কক্সবাজারে দুই কেজি হেরোইনসহ শ্যামলী বাসের এক যাত্রীকে আটক করেছে বিজিবি। রোববার (৩০ জুলাই) সকাল ৯টার দিকে কক্সবাজার সরকারি কলেজের সামনে থেকে হেরোইন তাকে আটক করা হয়।
আটক মোহাম্মদ সেলিম (৪১) কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, একটি যাত্রীবাহী বাসে কক্সবাজারে মাদকের বড় চালান আসছে। এমন খবরে সকাল ৯টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে বিজিবির একটি দল যৌথ অভিযান চালায়। কক্সবাজারমুখী শ্যামলী পরিবহন বাসে তল্লাশি করে এক কেজি ৯৫৫ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ সময় সেলিম নামে বাসযাত্রীকে আটক করা হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ