রবিবার, ১৯ মে ২০২৪, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বর্ণের দাম আরও বাড়ল এবার পোশাকে নায়িকাদের নাম ফুটিয়ে হাজির ভাবনা সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনতে চাই: পাটমন্ত্রী অনিয়ম এড়াতে মোবাইল অ্যাপে চাল বিক্রি ৩০ দিনের মধ্যে শহীদ আনোয়ারা উদ্যান ফেরতের দাবি মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে : রেলমন্ত্রী যিনি দেশ বিক্রি করতে চেয়েছিল আপনি তো ওনারই সন্তান হেফাজত নেতা মামুনুল হক ডিবিতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত: আইজিপি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে স্কুলসামগ্রী বিতরণ শাহ্জালাল ইসলামী ব্যাংকের জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ: ইসি হাবিব ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা নেই বেনাপোল-পেট্রাপোল দিয়ে ভারত ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা ঢাবিতে বিষমুক্ত ফল নিশ্চিতের দাবিতে মানববন্ধন গোপালগঞ্জের সেপটিক ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক নিহত দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে ভোট বর্জনই বিএনপির আন্দোলন: এ্যানি আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু

শেষ ষোলোয় ব্রাজিল-জার্মানি মুখোমুখি?

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২৪ জুন, ২০১৮
  • ১৪১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: এখনো কিছুই নিশ্চিত নয়। কিন্তু ব্রাজিল ও জার্মানির পথ ও সমীকরণ বলছে শেষ ষোলোয় তাঁরা মিলবে একই বিন্দুতে।

তবে সেই বিন্দুটা মোটেও মিল-মহব্বতের নয়। বরং ভীষণ কঠিন এক লড়াইয়ের মঞ্চ। যেখানে ব্রাজিল পাবে গত বিশ্বকাপ সেমিফাইনালে ‘সেভেন আপে’র দুঃসহ স্মৃতি ফিরিয়ে দেওয়ার সুযোগ। আর জার্মানি? ব্রাজিলিয়ানদের ‘কাটা ঘায়ে নুনের ছিটা’ দেওয়ার চেষ্টাই থাকবে জোয়াকিম লোর শিষ্যদের। যদিও এখনো কোনো কিছু ঠিক নয়। কিন্তু বিশ্বকাপ-পথের ইঙ্গিতটা সেরকমই—শেষ ষোলোতেই দেখা যেতে পারে সেই চিরায়ত লড়াই। ব্রাজিলের মুখোমুখি জার্মানি!

কীভাবে? সেই অঙ্ক কষার আগে এটা বলে নেওয়া ভালো শেষ ষোলোয় ব্রাজিল-জার্মানি লড়াইয়ের পথ তৈরি করে দিয়েছে এই সমীকরণ—‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে ‘এফ’ গ্রুপের রানার্সআপ দল।

২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে জার্মানি এখন ‘এফ’ গ্রুপে দ্বিতীয়। তাঁদের সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে মেক্সিকো। শেষ ম্যাচে জার্মানির প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া এবং ধরেই নেওয়া যায় এই ম্যাচটা জিতবে লোর শিষ্যরাই। অন্তত দুই দলের শক্তির বিচারে ধারণাটুকু করাই যায়। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জার্মানদের জয় আর মেক্সিকো তাঁদের শেষ ম্যাচে যদি সুইডেনকে হারাতে পারে, তাহলেই ‘এফ’গ্রুপ চ্যাম্পিয়ন হবে মেক্সিকো আর রানার্স আপ জার্মানি। সে ক্ষেত্রে সুইডিশদের সঙ্গে মেক্সিকোর ড্র করলেও চলবে। কারণ তখন মেক্সিকোর পয়েন্ট হবে ৭ আর জার্মানির ৬ (দ.কোরিয়ার বিপক্ষে জয় ধরে নিয়ে)।

এবার আসা যাক ‘ই’ গ্রুপের সমীকরণে। যেখানে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। সুইজারল্যান্ডের সংগ্রহও তাঁদের সমান ২ ম্যাচে ৪ পয়েন্ট। সুইসদের (‍+১) সঙ্গে ব্রাজিল (‍+২) এগিয়ে গোল ব্যবধানে। এই গ্রুপের শেষ দুটি ম্যাচে ব্রাজিল ও সুইজারল্যান্ডের প্রতিপক্ষ যথাক্রমে সার্বিয়া ও কোস্টারিকা। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে ব্রাজিলকে তাঁদের শেষ ম্যাচটা জিততে হবে। ঝামেলা হলো, সুইসরাও তাঁদের শেষ ম্যাচটা জিতলে ব্রাজিল ও তাঁদের পয়েন্ট সমান হবে। সে ক্ষেত্রে ব্রাজিল গোলব্যবধানে সুইসদের চেয়ে এগিয়ে থাকলে তাঁরাই হবে ‘ই’ গ্রুপ চ্যাম্পিয়ন।

ব্রাজিল ও সুইজারল্যান্ড তাঁদের শেষ ম্যাচে ড্র করলেও সমীকরণটা মিলবে। সে ক্ষেত্রে গোলব্যবধানে সুইসদের চেয়ে এগিয়ে থাকতে হবে তিতের শিষ্যদের। তখন কিন্তু ব্রাজিলিয়ানদের মনে জেগে উঠবে সেই ক্ষত—‘মিনেইরাজো’ বিপর্যয়। অবশ্য জেগে ওঠা কেন? ব্রাজিলিয়ানদের মনে ক্ষতটা তো জীবন্ত।

জার্মানির কাছে সেমিতে ৭-১ গোলের হার তো ভুলে যাওয়ার স্কোরলাইন নয়। কিন্তু প্রশ্ন হলো, তিতের ব্রাজিল এতসব সমীকরণ মিলিয়ে কি শেষ ষোলোয় প্রতিশোধের মঞ্চ বানাতে পারবে?

বাংলা৭১নিউজ/এসএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com