বাংলা৭১নিউজ,ডেস্ক: আজ ষষ্ঠ ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
৬ষ্ঠ ও শেষ দফার এ নির্বাচনে মোট ৬শ’ ৯৮টি ইউনিয়নে ভোট দেবেন ভোটাররা। এছাড়া চট্টগ্রামের মিরেরসরাই উপজেলার কোরিয়ার হাট ও কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২ চেয়ারম্যান প্রার্থী।
নির্বাচন সুষ্ঠু করতে কেন্দ্রে কেন্দ্রে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এর আগে, গত ২২ মার্চ প্রথম ধাপে ৭১২টি , ৩১ মার্চ দ্বিতীয় ধাপে ৬৩৯টি , ২৩ এপ্রিল তৃতীয় ধাপে ৬২০টি, ৭ মে চতুর্থ ধাপে সাতশ তিনটি এবং ২৮ মে পঞ্চম ধাপে ৭২৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
বাংলা৭১নিউজ/এসএইস