শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

শেষ ওভারে কিংয়ের ২৯, চ্যালেঞ্জ ছুঁড়ল অস্ট্রেলিয়া

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ২০ বার পড়া হয়েছে

৪৯ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ১৮৪। ৫০ ওভার শেষে তা দাঁড়ায় ২১৩ রানে! শেষ ওভারে ফাহিমাকে ৪টি ছয় ও১টি চারে আলানা কিং নেন ২৯ রান। তাতেই চ্যালেঞ্জিং পুঁজি পেয়ে যায় অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৫৮ রান আসে সাদারল্যান্ডের ব্যাট থেকে। কিং মাত্র ৩১ বলে ৪৬ রান করেন। দুজনে অষ্টম উইকেটের জুটিতে ৫৩ রান যোগ করেন।

এ ছাড়া গার্ডনার ৩২, মুনি ২৫ ও হ্যালি ২৪ রান করেন। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন সুলতানা খাতুন-নাহিদা আক্তার।

স্বর্ণার আঘাতের পর অস্ট্রেলিয়ার দেড়শ পার 
জর্জিয়াকে ফিরিয়ে ৩৪ রানের জুটি ভাঙেন স্বর্ণা আক্তার। ঝাঁপিয়ে পড়ে স্লিপে দারুণ ক্যাচ নেন রাবেয়া। ২১ বলে ১২ রান করেন এই ব্যাটার। তার আউটের পর চার মেরে অস্ট্রেলিয়াকে দেড়শ রানের পুঁজি এনে দেন সাদারল্যান্ড। আলানা কিংকে নিয়ে এগোচ্ছেন সাদারল্যান্ড। তিনি আছেন ফিফটির কাছাকাছি (৪৪)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার রান ৭ উইকেটে ১৬০।

অস্ট্রেলিয়ার শতরানের পর নাহিদার আঘাত 
ধ্বস সামলে পাল্টা আক্রমণের চেষ্টা করছিলেন গার্ডনার-সাদারল্যান্ড। দুজনে ৩১ ওভারে দলীয় শতরান পূর্ণ করেন। এরপর দুজনে মেরে খেলার আভাস দেন। ৩২তম ওভারে দুই চারে নেন ১১ রান। এরপরই নাহিদার আক্রমণ। এগিয়ে মারতে গিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হন গার্ডনার। তার ব্যাট থেকে আসে ৩৮ বলে সর্বোচ্চ ৩২ রান। ৩৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ১১৩।

এবার নাহিদা-ফাহিমার ঘূর্ণিতে কাঁপছে অস্ট্রেলিয়া 
২৯ রানে ৩ উইকেট হারানোর পর মুনি-ম্যাকগ্রাথ জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করছিলেন। ১৯ রান না হতেই জুটি ভেঙে দেন নাহিদা আক্তার। ম্যাকগ্রাথকে ৯ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফেরান তিনি। ম্যাকগ্রাথ আউট হলেও অপর প্রান্তে দারুণ খেলছিলেন মুনি। দিচ্ছিলেন বড় রানের আভাস। তখনি আঘাত হাতেন ফাহিমা। তার ঘূর্ণিতে পরাস্ত হয়ে খোঁচা দেন মুনি। ২৫ রানে সাজঘরে ফেরেন এই ব্যাটার। ২৮ ওভারে ৫ উইকেট হারিয়ে অজিদের রান ৮৭।

সুলতানা-মারুফার দুর্দান্ত বোলিং, অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে বাংলাদেশ

প্রথম ওভারে মারুফা আক্তারের বিপক্ষে সাবলীল খেলা খেলে অস্ট্রেলিয়া। এক চারে নেয় ৬ রান। দ্বিতীয় ওভারে অধিনায়ক জ্যোতি বল তুল দেন সুলতানার হাতে। অফ স্পিনের জাদুতে প্রথম বলেই শূন্য রানে ফেরান ওপেনার ফোবকে। এরপর হ্যালি-পেরি জুটি গড়ার চেষ্টা করেন। কিন্তু সেখানেও বাধ সাধেন সুলতানা। পেরিকে ২ রানে ফেরান তিনি।

সেই ধাক্কা সামলে না উঠতেই অস্ট্রেলিয়া হারায় গুরুত্বপূর্ণ উইকেট। ব্যাট হাতে বড় ইনিংসের আভাস দেওয়া অজি অধিনায়ক হ্যালিকে ফেরান মারুফা। ২৪ রান আসে তার ব্যাট থেকে। মাত্র ২৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে অস্ট্রেলিয়া। ক্রিজে নতুন দুই ব্যাটার মুনে-ম্যাকগ্রাথ। 

টস
আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি বাংলাদেশ-অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো বাংলাদেশে খেলতে আসা অজি মেয়েদের টস জিতে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিক শিবির। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় খেলাটি শুরু হবে। সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস ও বিসিবির ইউটিউব চ্যানেলে।

বাংলাদেশ একাদশ
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, সোবহানা মোশতারি, মুর্শিদা খাতুন, রিতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন।

অস্ট্রেলিয়া একাদশ
অ্যালিসা হিলি (অধিনায়ক), ফোবে লিচফোর্ড, এলিস পেরি, বেথ মুনি, তাহলিয়া ম্যাকগ্রা, অ্যাশলি গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়্যারহাম, অ্যালানা কিং, কিম গ্রাথ, মেগান শ্যাট।

সবচেয়ে বড় সিরিজ
বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানার মতে এই সিরিজটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সিরিজ, ‘এখন পর্যন্ত অবশ্যই (ক্যারিয়ারের সবচেয়ে বড় সিরিজ কিনা?)। তারা বিশ্বের অন্যতম সেরা দল ও বিশ্ব চ্যাম্পিয়ন। তাদের বিপক্ষে খেলা আমাদের জন্য বলব যে অনেক বড় একটা অভিজ্ঞতা পুরো দলের জন্য।’ 

প্রথম সিরিজ
বাংলাদেশ লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি। এর আগে দুই দল কেবল আইসিসি ইভেন্টেই মুখোমুখি হয়েছে। সেই সংখ‌্যাটাও খুব কম। ২০২২ সালে ওয়ানডে বিশ্বকাপে একবার, ২০২০ এবং ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইবার।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com