বাংলা৭১নিউজ, শাহরিয়ার শাকির শেরপুর প্রতিনিধি: শেরপুরে পিকাব- ইজিবাইক সংর্ষষে খোকা মিয়া ও বাবর আলী নামে দুইজন নিহত ও ওই ঘটনায় আরো ৪ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শেরপুর সদর উপজেলার নৌহাটা কান্দাপাড়া এলাকায়। নিহত খোকা এবং বাবর মিয়া একই উপজেলার কান্দাপাড়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে ও তাতালপুর গ্রামের নেদ মিয়ার ছেলে ।
পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার সকালে মুরগী ভর্তি একটি পিকাব ঝিনাইগাতী উপজেলা থেকে শেরপুর শহরের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে সংর্ঘষ হয়। এসময় পিকাবটি নিয়ন্ত্রন হারিয়ে একটি রিক্সা ও ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কৃষি শ্রমিক বাবর আলী নিহত হয়।
অন্যদিকে ইজিবাইকে থাকা যাত্রীদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ইজিবাইক চালক খোকা মিয়া নামে আরো একজন মারা যায়। এই ঘটনায় রাজ্জাক (৪০), আলতাফর (৩৬), নগর আলী (৩৮) ও ্ আনোয়ারা (৪৮) নামের আহত ৪জনকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক পিকাব ও ধুমড়ে মুচড়ে যাওয়া ইজিবাইকটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
এব্যাপারে উপপুলিশ পরিদর্শক সামষুল হক বলেন, ঘটনার ঘটার পরপরই আমরা গঠনাস্থলে এসেছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি।
বাংলা৭১নিউজ/জেএস