বাংলা৭১নিউজ, শেরপুর প্রতিনিধি :
শেরপুরে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় দাবা উপ-কমিটির আয়োজনে ডিএসএ দাবা প্রতিযোগিতা ২০১৭ শুরু হয়েছে। বুধবার (৭ জুন) দুপুরে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তনে এবারের প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম। দাবা উপ-কমিটির সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম সরকার, ডিএসএ সাধারন সম্পাদক নাজিমুল হক নাজিম প্রমুখ বক্তব্য রাখেন।
ডিএসএ দাবা প্রতিযোগিতার সমন্বয়কারী হাকিম বাবুল জানান, এবারের দাবা প্রতিযোগিতায় রেটিংধারী তিনজন সহ জেলার বিভিন্ন উপজেলা ক্রীড়া সংস্থা, ক্লাব-সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ জন দাবা খেলোয়াড় অংশগ্রহণ করছেন। দুই পর্বে বিভক্ত দাবা প্রতিযোগিতার ২০ জনের প্রাথমিক পর্ব বাছাই থেকে ৫ জন এবং রেটিংধারী ৫ জন নিয়ে পরে অনুষ্ঠিত হবে চুড়ান্ত পর্ব। চুড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন জাতীয় বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ পাবেন। প্রতিােগিতায় চ্যাম্পিয়ন ও রানারআপ এবং চুড়ান্তপর্বে সর্বোচ্চ পয়েন্টধারী ৫ জনকে পুরস্কার, সনদপত্র ও প্রাইজমানি প্রদান করা হবে।
বাংলা৭১নিউজ/জেএস