শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে মেক্সিকোতে মাদক কারবারিদের সংঘর্ষে নিহত ৫৩, নিখোঁজ ৫১ খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘাতে নিহত ৪ পার্বত্য দুই জেলায় যাচ্ছেন তিন উপদেষ্টা তোফাজ্জল হত্যা: ঢাবির ৬ শিক্ষার্থীর দায় স্বীকার উন্নয়নের নামে দুর্নীতির মহোৎসবে মেতে ছিল আওয়ামী লীগ ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী আ.লীগ নেতা গ্রেপ্তার উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব জমা দিতে হবে ঢাবিতে সনাতন ধর্মাবলম্বীদের মশাল মিছিল ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধের ৪৮ দিন পর মারা গেলেন নয়ন জাবিতে শামীমকে পিটিয়ে হত্যায় ছাত্রলীগ নেতা হাবিব গ্রেফতার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হলেন ফাহমিদা খাতুন দক্ষিণ সিটিকে মশার ওষুধ সরবরাহ করবে উত্তর সিটি পার্বত্য তিন জেলায় সংঘর্ষ, যা জানালো আইএসপিআর শরীয়তপুরে পদ্মা নদীতে ভাঙন, বাড়ি সরিয়েছে ২০০ পরিবার তিন পার্বত্য জেলায় সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার নাইজেরিয়ায় বন্যায় নিহত ২৮৫ ঢাকায় আরেক ব্যক্তিকে পিটিয়ে হত্যা জাতিসংঘে বাংলাদেশের গণঅভ্যুত্থানের কথা তুলে ধরবেন ড. ইউনূস দীঘিনালায় সংঘাত : শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ

শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে –ছাত্রলীগ সভাপতি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪০১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, জামাল হোসেন বাপ্পা, বাগেরহাট প্রতিনিধি : বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। উন্নয়নে বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোল মডেল। ২০৪১ সালের মধ্যে দেশ একটি উন্নত দেশ হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি পাবে। তাই দেশকে এগিয়ে নিতে হলে আবারো এ সরকারকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। তাই তৃণমূল পর্যায় থেকে দলকে সুসংগঠিত রাখতে হবে।

 

সোমবার সকালে বাগেরহাটের সন্ন্যাসী বাজারে ব্যাপক গণসংযোগ শেষে পথসভায় সোহাগ একথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দক্ষিন পশ্চিমাঞ্চলের উন্নয়ন হয়।  আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনার দেয়া প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছেন। তাই আবারও দলীয় ও নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে  হবে।

 

পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকন, মোরেলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান, মুক্তিযোদ্ধা আবুল হোসেন ফকির, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন খান প্রমুখ।

 

গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বহরবুনিয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, বলইবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. শাহজাহান আলী খান, উপজেলা যুবলীগ সাবেক সভাপতি মুসফেকুর রহমান নাহার, কাউন্সিলর অলিউর রহমান,উপজেলা ছাত্রলীগ সাবেক সম্পাদক খান হাসিবুর রহমান, যুবলীগ নেতা রাসেল হাওলাদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি ওবায়দুর ইসলাম টিটু, পৌর ছাত্রলীগ সভাপতি মনির হোসেন রাজ্জাক, ছাত্রলীগ এসএম কলেজ শাখার সভাপতি বায়জিদ শিকদার, সাধারণ সম্পাদক নেয়ামুল ইসলাম নাইম।

 

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com