বাংলা৭১নিউজ, ঢাকা: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই দাওয়াত কার্ড পৌঁছে দেন বিএনপির একটি প্রতিনিধি দল।
আগামী ৫ জুন আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, বসুন্ধরায় রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এতে অংশ নেয়ার জন্য বিএনপির চেয়ারপারসনের পক্ষ থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও প্রেসিডিয়াম সদস্যদের জন্য ইফতারের দাওয়াত কার্ড পাঠানো হয়।
বিএনপির প্রতিনিধি দলে ছিলেন- সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ ও ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল।
বাংলা৭১নিউজ/সিএইস