বাংলা৭১নিউজ,মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সোমবার থেকে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান উল্লাহ শরিফী টুর্নামেন্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ড।
মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখরের সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্টে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ।
টুর্নামেন্টে উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের ৮টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় টাইবেকারে গয়েশপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ৫-৪ গোলে দারিয়াপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে পরাজিত করে।
বাংলা৭১নিউজ/জেএস