বগুড়ার সারিয়াকান্দিতে ছোট ভাই হত্যার দায় ১২ বছরের শিশু বড় ভাই সৌরভের ওপর চাপানোর ঘটনার ব্যাখ্যা দিতে দুই তদন্ত কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। মামলার নথিসহ ২১ আগস্ট তাদের আদালতে হাজির হতে বলা হয়েছে।
তদন্ত কর্মকর্তারা হলেন- পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বগুড়ার উপ-পরিদর্শক মনসুর আলী ও ওই মামলায় প্রথম চার্জশিট দেয়া সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক নয়ন কুমার।
বুধবার (১১ আগস্ট) হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতাউর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।
বাংলা৭১নিউজ/এসএইচ