বাংলা৭১নিউজ, এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত সাদ্দামকে (২৫) গ্রেফতারের পর বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের শিবপুর গ্রামের ১২ বছরের শিশুটি পার্শ্ববর্তী নাজিরপুর ইউনিয়নের কয়রা গ্রামে নানার বাড়ীতে বেড়াতে যায়। সোমবার হঠাৎ বৃষ্টি শুরু হলে সে এলাকার নির্মানাধীন একটি বাড়ীতে আশ্রয় নেয়। এ সময় একই গ্রামের মৃত শাহ্ আলীর ছেলে সাদ্দাম হোসেন শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে। শিশুটির ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। পরে এলাকাবাসী ঘটনাস্থল থেকে রক্তাক্ত শিশুটিকে উদ্ধার করে প্রথমে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইসতিয়াক হাসান তাকে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে শিশুটি নেত্রকোনা হাসপাতাল বেডে অসহ্য যন্ত্রনায় কাতরাচ্ছে।
নেত্রকোনা আধুনিক সদর হাসাপাতালের চিকিৎসক ডাঃ ফখরুল হাসান চৌধুরী মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে বলে স্বীকার করেছেন।
শিশুটির বাবা বাদী হয়ে সোমবার রাতেই কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দয়ের করেন। পুলিশ সোমবার রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, অভিযুক্ত সাদ্দামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস