বাংলা৭১নিউজ,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বানিয়াড়ি গ্রামের চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার একমাত্র আসামি প্রতিবেশি বখাটে সামচু মোল্যাকে(৩০)বোয়ালমারী থানা পুলিশ গ্রেফতার করেছে। সামচু একই গ্রামের কাশেম মোল্যার বেকার ছেলে। গত শুক্রবার বিকেলে সামচু ওই শিশুকে তার এক প্রতিবেশির ফাঁকা ঘরে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুর ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে সামচু পালিয়ে যায়। এ ঘটনায় ওই শিশুর পিতা বাদি হয়ে গত শনিবার রাতে বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দেন। রোববার সকালে মামলাটি নথিভূক্ত করা হয় এবং গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ খবর পেয়ে সামচুকে বেলজানী গ্রাম থেকে গ্রেফতার করে ওই দিনই ফরিদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। মামলা নং২৪।
বাংলা৭১নিউজ/জেএস