রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বর্ণের দাম আরও বাড়ল এবার পোশাকে নায়িকাদের নাম ফুটিয়ে হাজির ভাবনা সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনতে চাই: পাটমন্ত্রী অনিয়ম এড়াতে মোবাইল অ্যাপে চাল বিক্রি ৩০ দিনের মধ্যে শহীদ আনোয়ারা উদ্যান ফেরতের দাবি মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে : রেলমন্ত্রী যিনি দেশ বিক্রি করতে চেয়েছিল আপনি তো ওনারই সন্তান হেফাজত নেতা মামুনুল হক ডিবিতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত: আইজিপি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে স্কুলসামগ্রী বিতরণ শাহ্জালাল ইসলামী ব্যাংকের জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ: ইসি হাবিব ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা নেই বেনাপোল-পেট্রাপোল দিয়ে ভারত ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা ঢাবিতে বিষমুক্ত ফল নিশ্চিতের দাবিতে মানববন্ধন গোপালগঞ্জের সেপটিক ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক নিহত দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে ভোট বর্জনই বিএনপির আন্দোলন: এ্যানি আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু

শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮
  • ১০৫১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) থেকে মাহবুব রহমান সুমন: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ছয়টি ইউনিয়নে শিলাবৃষ্টিতে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ শুক্রবার ৩০ মার্চ সকালে প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরে চলে এ প্রাকৃতিক তান্ডব। শিলাবৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন ফসল আক্রান্ত হওয়ার পাশাপাশি সবজি, ভুট্টা, ধান, আম ও লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে।

এদিকে শিলা বৃষ্টির আঘাতে শতশত ঘর বাড়ির টিনের চাল ফুটো হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। উপজেলা কৃষি অফিস জানায়, শুক্রবার সকালে উপজেলায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শিলা বৃষ্টি ও ঝড়ে নাওডাঙ্গা ইউনিয়নে ভুট্রার ব্যাপক ক্ষতি।

 

উপজেলার বিভিন্ন ইউনিয়নে খোঁজ নিয়ে জানা গেছে, শিলা বুষ্টিতে বোরোর ফসল আক্রান্ত হওয়ার পাশাপাশি পাট,ভূট্টা,করলা,পাটল সহ বিভিন্ন সবজি খেত অনেকাংশে নষ্ট হয়ে গেছে। তবে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে আম,লিচু ও সবজি ক্ষেতের।

উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পুলিন চন্দ্র বর্মন জানান, তিনি চলতি মৌসুমে প্রায় ২ বিঘা জমিতে পাটল আবাদ করেছেন। কিন্তু শিলা বৃষ্টির কারণ তার পটল ক্ষেত পুরোপুরি নষ্ট হয়ে গেছে। একই ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন ওই ইউনিয়নের কৃষক রোকনুজ্জামান,হাশেম আলী,গোলেনুর গেগমসহ অনেক সবজি চাষী।

রুহল আমিন নামে নাওডাঙ্গা ইউনিয়নের একজন করলা চাষী জানান, শিলা বৃষ্টির আঘাতে তার ক্ষেতের সব করলা থেথলে গেছে। শুধু তিনি নন, এলাকার প্রায় সব কৃষকের একই অবস্থা বলে জানান এই কৃষক।

শিলাবৃষ্টিতে সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি।

কাশিপুর ইউনিয়নের মনু মিয়া নামে এক কৃষক জানান, তিনি এবার ১ বিঘা জমি বর্গা নিয়ে ধান লাগিয়েছিলেন। শিলা বৃষ্টিতে তার পুরো ক্ষেত নষ্ট হওয়ার উপক্রম। শিলতে ধানের গাছ ভাঙ্গি ভাঙ্গি গেইছে, আবাদ না হইলে কী খায়া বাচিম!

ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ জানান, আমার চাকরি জীবনে এত ব্যাপক শিলা বৃষ্টি কখনও দেখিনি। শিলা বৃষ্টির কারণে উপজেলার মোট ৪০০০ হাজার হেক্টর কৃষি জমির আক্রান্ত হয়েছে। বোরো ধানের তেমন ক্ষতি না হলেও আম,লিচু ও বিভিন্ন শবজি ক্ষেতের ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে উপজেলার নির্বাহী অফিসার দেবেন্দ্র নাথ উরাঁও জানান, হঠাৎ এই প্রাকৃতিক তান্ডবে এ উপজেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রতিটি ক্ষতিগ্রস্থ এলাকায় পরিদর্শন করেছি। আমরা ক্ষতিগ্রস্থ কৃষকের তালিকা করে দ্রুত সময়ের মধ্যেই তাদেরকে ক্ষতিপুরণ দেওয়া হবে।

বাংলা৭১নিউজ/এসএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com