বাংলা৭১নিউজ, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ৬ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। পদ্মার তীব্র স্রোতের কারণে এই নৌরুটে ব্যহত হচ্ছে ফেরি চলাচল।
মঙ্গলবার (১২ জুলাই) সকাল থেকেই শত শত যানবাহন পারাপারের জন্য অপক্ষো করতে থাকে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দেখা যায় প্রায় ৬ শত যানবাহন পারাপারের অপক্ষোয় রয়েছে। যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লাগায় ভোগান্তি পোহাতে হচ্ছে।
শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসি এর উপ মহাব্যবস্থাপক শাহ নেওয়াজ জানান, পদ্মার তীব্র স্রোতের কারণে লৌহজং টার্নিং পয়েন্টে যেয়ে ফেরিগুলো আটকে যাচ্ছে। এছাড়া চ্যানেলের মুখে পদ্মা সেতু প্রকল্পের ব্যবহৃত ভাসমান পাম্প এবং ঘূর্ণাব্রত স্রোতের কারণে ফেরিগুলো ঢুকার পথে বাধাগ্রস্ত হচ্ছে।
এদিকে নতুন চ্যানেল দিয়ে আসা যাওয়া করতে আগে যেখানে দুই ঘন্টা সময় লাগতো এখন লাগছে চার ঘন্টা। এই রুটে ১৭টি ফেরি থাকলে ১২টি ফেরি স্রোতের সাথে পাল্লা দিয়ে চলাচল করছে।
ইতোমধ্যে আমরা বিআইডব্লিউটিএ এর পদ্মা সেতু প্রকল্পের কর্মকর্তাদের পাম্পটি সরিয়ে নেওয়ার জন্য বলেছি। ঘাট এলাকায় ছোট বড় মিলিয়ে ৬ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে, এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।
বাংলা৭১নিউজ/জেএস