বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাব অভিযান চালিয়ে ১১ লাখ ৩৮ হাজার ৫শ’ টাকা মূল্যের ৩৭৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আফজাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আটককৃত ব্যক্তি- উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণপাড়ার মৃত মতিউর রহমানের ছেলে। র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার ধুমিহায়াতপুর ঘাসিয়াপাড়া গ্রামের একটি ইটভাটা সংলগ্ন জনৈক মোঃ আলতাব হোসেনের আম বাগানের পার্শ্বে অভিযান চালিয়ে ৩৭৯৫ পিস ইয়াবাসহ আফজাল হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস