বাংলা৭১নিউজ, আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা প্রতিনিধি: “জঙ্গি ও মাদকের প্রতিকার বাংলাদেশ পুলিশের অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে শুরু হয়েছে স্কুল ও কলেজের সকল পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে মাদক, জঙ্গিবাদ ও বাল্য বিবাহ সচেতনতা সৃষ্টি ও ক্লাস রুটিন বিতরণ।
সোমবার সকালে সাতক্ষীরার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার শেখ মোঃ ইয়াসিন আলী, পরিদর্শক মোঃ আজম খান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুল্লাহ আল মামুনসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ সময় পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান বলেন, আজকের শিশু আগামি দিনের ভবিষ্যৎ, তাই কোমলমতি শিক্ষাথীদের মাঝে শুরু থেকে যদি মাদক, জঙ্গিবাদ ও বাল্য বিবাহের কুফল সম্পর্কে সচেতনতা তৈরি করা যায়, তাহলে বাংলাদেশকে আমরা সোনার বাংলা হিসাবে গড়ে তুলতে পারবো।
পুলিশ সুপার এসময় শিক্ষার্থীদের মাদক, জঙ্গিবাদ ও বাল্য বিবাহ প্রতিরোধে শপথ বাক্য পাঠ করান। এবং তার মোবাইল নম্বার দেন। তিনি শিক্ষার্থীদের বলেন, যেকোনো সমস্যায় তার মোবাইল নম্বারে জানানো হলে তিনি তাৎক্ষণিক সে বিষয়ে পদক্ষেপ নেবেন।
জামায়াতের এক কর্মীসহ আটক ৪০
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে একজন জামায়াত কর্মীসহ ৪০ জনকে আটক করা হয়েছে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/জেএস