কোটা সংস্কারের দাবিতে ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় লিংক রোডের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।
এ রিপোর্ট লিখা পর্যন্ত এখনো ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল বন্ধ আছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে নেমেছি। আমাদের অধিকার চাওয়ায় আমাদের সহপাঠীদের ওপর নির্মমভাবে হামলা চালানো হচ্ছে। এই হামলার বিচার আর আমাদের কোটা সংস্কারের দাবি না আদায় পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। আমরা কোটা বাতিল নয় সংস্কার চেয়েছি। এতে সন্ত্রাসীরা আমাদের ওপর নির্মম হামলা চালিয়ে কয়েকজন শিক্ষার্থীকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেছেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করছে। আমরা এখানে আছি। আমাদের কোনো নির্দেশ নেই। দেখা যাক কি হয়।
বাংলা৭১নিউজ/এসএকে