স্কার্ট নারীদের পোশাক হলেও সেটা পরেই স্কুলে যাচ্ছেন স্পেনের পুরুষ শিক্ষকরা। দেশের জেন্ডার স্টেরিওটাইপ ভাঙতে এবং সহনশীলতা বাড়াতেই এমনটা করছেন তারা। গত বছর স্কুলে স্কার্ট পরে যাওয়ায় এক ছেলেকে বহিষ্কার করা হয়। এরপরই অভিনব এমন প্রতিবাদে নামেন শিক্ষকরা।
ব্রিটিশ গণমাধ্যম মেট্রো এক প্রতিবেদনে জানায়, লিঙ্গ বিষয়ক নীতির বিরুদ্ধে লড়াই করতে প্রতিবাদের অংশ হিসেবে ক্লাসে স্কার্ট পরে হাজির হচ্ছে স্পেনের পুরুষ শিক্ষকরা। গত বছর থেকেই দেশটিতে ‘ক্লথস হ্যাভ নো জেন্ডার’ মুভমেন্ট জনপ্রিয়তা পেতে শুরু করে।
তবে সম্প্রতি দুজন শিক্ষকের স্কার্ট পরা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ৩০ বছর বয়সের বেশি ওই দুই শিক্ষক প্যান্ট না পরে স্টাইলিশ স্কার্ট পরা শুরু করেন। চলতি মাসে তাদের একজন ছাত্র ক্লাসে বুলিংয়ের শিকার হওয়ার পর তারা এই অভিনব প্রতিবাদে নামেন।
জানা যায়, ওই ছাত্র স্কুলে একটি অ্যানিমে টি-শার্ট পরে এসেছিল। এরপর সহপাঠীদের কাছে বুলিংয়ের শিকার হয় সে। এমনকি ওই ছাত্রকে ক্লাস থেকে জোর করে বের করে দেওয়া হয়। এরপর মানুয়েল ওরতেগা এবং বোরজা ভেলাজকুয়েজ নামে দুই শিক্ষক তাকে সংহতি প্রকাশে ক্লাসে স্কার্ট পরে আসতে শুরু করেন।
বাংলা৭১নিউজ/এসএফ