এদিকে শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা।আজ বুধবার (২০ নভেম্বর) সকাল পৌনে ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের সবকটি ফটকে তালা ঝুলিয়ে দেন তারা।
এদিকে শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা।আজ বুধবার (২০ নভেম্বর) সকাল পৌনে ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের সবকটি ফটকে তালা ঝুলিয়ে দেন তারা।
তাদের দাবিগুলো হলো- ২৪ ঘণ্টার মধ্যে এই কাঠামোগত হত্যাকাণ্ডের যথাযথ বিচার করতে হবে; পর্যাপ্ত সড়কবাতি, ফুটপাত ও গতিরোধক স্থাপন করতে হবে এবং যানবাহনে গতি পরিমাপক রাখতে হবে; নিহত শিক্ষার্থীর পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে; মেডিকেল সেন্টারের জরুরি সেবার মানোন্নয়ন করতে হবে; নিবন্ধনহীন সব যানবাহন ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে এবং নিবন্ধন প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে; সব রিকশাচালকের প্রশিক্ষণপূর্বক নিবন্ধন নিশ্চিত করতে হবে; অদক্ষ নিরাপত্তাকর্মীদের প্রত্যাহার করতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে সিসিটিভি ক্যামেরাগুলো সচল করতে হবে।
এদিকে শিক্ষার্থী আফসানা করিমের নিহতের ঘটনায় একদিনের শোক ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে উপ-রেজিস্ট্রারসহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
সাময়িক বরখাস্তরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (এস্টেট) আব্দুর রহমান বাবুল, নিরাপত্তা কর্মকর্তা রাসেল মিয়া, সহকারী সুপারভাইজার আব্দুস সালাম ও ডিউটি গার্ড মনসুর রহমান।
এদিকে পৃথক আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, আফসানা করিমের মর্মান্তিক মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুধবার (২০ নভেম্বর) শোক দিবস ঘোষণা করেছে। শোক দিবসে সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত থাকবে। পরিবহন অফিসের সব ধরনের বাস-গাড়ি চলাচল বন্ধ থাকবে।
বাংলা৭১নিউজ/এসএকে