বাংলা৭১নিউজ, ঢাকা: শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ধর্মহীন সিলেবাস প্রণয়ন করে দেশকে ইসলাম ও মুসলিম শূন্য করে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানাতে চায় বলে অভিযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ মঙ্গলবার বিকেলে পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর আয়োজিত এক সভায় মহানগর সভাপতি অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন এ অভিযোগ করেন।
হেমায়ত উদ্দিন বলেন, শিক্ষামন্ত্রী বামপন্থী হওয়ার সুবাদে নাস্তিক্যবাদী ও হিন্দুত্ববাদী ধর্মহীন সিলেবাস প্রণয়ন করে সে আলোকে কাজ করে যাচ্ছে। ইসলাম ও মুসলমান শূণ্য করে দেশকে ধর্মনিরপেক্ষত রাষ্ট্র বানাতে চায়। ঈমানদার জনতা সে খায়েশ পূরণ করতে দেবে না।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন ও মাওলানা এবিএম জাকারিয়া, সেক্রেটারি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, অধ্যাপক ফজলুল হক মৃধা, মুহা. মোশাররফ হোসেন, এইচ এম সিদ্দিকুর রহমান, মাওলানা এইচ এম সাইফুল ইসলাম, বাছির উদ্দিন মাহমুদ প্রমুখ।
সভায় সাংবাদিক সাদেক খানের ইন্তেকালে ইসলামী আন্দোলন ঢাকা মহানগরীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।
বাংলা৭১নিউজ/আরএফ