বুধবার, ২২ মে ২০২৪, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১৫৬ উপজেলায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা মত প্রকাশের স্বাধীনতায় ১২৮তম বাংলাদেশ পানিতে ডুবে দুই সন্তানের মৃত্যু, শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা ঘর পাচ্ছে আরও ২০ হাজার ভূমিহীন পরিবার বাংলাদেশে চালের উৎপাদন বেড়েছে চারগুণেরও বেশি বাজার মনিটরিংয়ের বিষয়টি আবার সচল করা হবে জামায়াত নেতা এটিএম আজহারের দুই বছরের কারাদণ্ড নিষেধাজ্ঞায় তাদের অপকর্ম থামেনি: ফখরুল ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা চট্টগ্রামে নির্বাচনে সংঘর্ষ, অতিরিক্ত পুলিশ মোতায়েন উপজেলা নির্বাচন : স্ট্রোক করে মারা গেছেন ১ ভোটার ও ১ আনসার ‘ভাইদের কোনো লাইসেন্স ছিল প্রমাণ দিতে পারলে শাস্তি মেনে নেব’ ভূতের গলিতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পুলিশি বাধায় বাংলাদেশ ব্যাংকের সামনে যেতে পারেনি গণসংহতির মিছিল ‘আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আমার কোনো মন্তব্য নেই’ ভিসানী‌তির অধীনে সাবেক সেনাপ্রধানকে নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র কুড়িগ্রামে জাল ভোট দিতে গিয়ে আটক ১, ১৫ দিনের সাজা রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে মার্কিন ভূমিকার অভিযোগ অস্বীকার যুক্তরাষ্ট্রের গোটা বাংলাদেশ কাঁটাতারের বেড়ায় আটকে আছে : রিজভী শরীয়তপুরে চেয়ারম্যানপ্রার্থীর সমর্থকদের হামলায় ১০ সাংবাদিক আহত

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮
  • ২২৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দাদনচক বেল আফরোজ বালিকা উচ্চবিদ্যালয়ে। হয়রানীর বিচার চেয়ে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির নিকট আবেদন করেছে ভূক্তভোগী ওই ছাত্রীর পিতা।
অভিযোগ রয়েছে শিক্ষক দাদনচক বেল আফরোজ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক আসাদ্জ্জুামান মানিক এর আগেও স্কুলের ছাত্রীদের সঙ্গে এমন আচরণ করে মুচলেকা দিয়ে পার পেয়ে যান।
অভিযোগ সূত্রে জানা গেছে,অষ্টম শ্রেণির এক ছাত্রীকে গত ১৭ মার্চ সহকারী শিক্ষক আসাদ্জ্জুামান মানিক যৌন হয়রানীর চেষ্টা করেন এবং বিভিন্ন অঙ্গভঙ্গি প্রদর্শন করে। বাড়ি ফিরে বিষয়টি তার পিতাকে জানালে তিনি ওই দিনই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট মৌখিকভাবে অভিযোগ করেন। কিন্তু প্রধান শিক্ষক মৌখিক অভিযোগ আমলে না নেয়ায় গত ২২মার্চ লিখিতভাবে প্রধান শিক্ষক বরাবর আবেদন করা হয় এবং এর অনুলিপি ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর পাঠানো হয়।
অভিযোগের প্রেক্ষিতে গত রোববার বিদ্যালয় অফিসে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যগণের উপস্থিতিতে প্রধান শিক্ষক সফিকুল ইসলামের যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেন এবং তিনি কোন নারী শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতে পারবেন না বলে হুঁসিয়ারী করে দেন। এ ব্যাপারে বক্তব্য জানতে অভিযুক্ত শিক্ষক আসাদ্জ্জুামান মানিকের সঙ্গে মুঠোফোনে কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেন নি।
এছাড়া তার মুঠোফোনে সাংবাদিক পরিচয় দিয়ে ক্ষুদে বার্তা পাঠানো হলেও তিনি কোন উত্তর দেন নি। তবে প্রধান শিক্ষক সফিকুল আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি শিক্ষক শিক্ষক আসাদ্জ্জুামান মানিক কে স্কুলের সার্বিক বিষয় বিবেচনা করে ছুটিতে পাঠানো হয়েছে বলে স্বীকার করলেও আর কোন মন্তব্য করতে পারেন নি।

আরামবাগ দাখিল মাদ্রাসায় ইসলামী ব্যাংকের শিক্ষা উপকরণ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর আরামবাগ দাখিল মাদ্রাসায় ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে ইসলামী ব্যাংকের আয়োজনে আজাইপুর আরামবাগ মাদ্রাসায় ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো. আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সুপারিনটেন্ডেন্ট মাওলানা মো. মনিরুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইবিবিএল এর প্রকল্প কর্মকর্তা মো. আবদুল মতিন, ফিল্ড অফিসার মো. শওকত আলী, সিনিয়র ফিল্ড অফিসার মো. লিয়াকত আলী, ইউনিট অফিসার মো.আব্দুল রহমানসহ অন্যরা। পরে মেধাবীদের শিক্ষা উপহার বিতরণ করেন অতিথিবৃন্দরা।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com