চট্টগ্রামের শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রে পাম্পসহ বিভিন্ন যন্ত্রপাতি কেনায় অনিয়মের অভিযোগে শীর্ষ ৬ কর্মকর্তাকে আসামি করে মামলা করেছে দুদক। মঙ্গলবার (০৩ নভেম্বর) দুদকের সহকারী পরিচালক মামুনুর রশিদ চৌধুরী বাদী হয়ে মামলা করেন।
এতে আসামি করা হয়েছে শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ভুবন বিজয় দত্ত, উপ-ব্যবস্থাপক মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী এ এইচ এম কামাল, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু ইউসুফ এবং ঠিকাদারী প্রতিষ্ঠান পাওয়ার টেক ইন্টারন্যাশনালের মালিক আব্দুল আলিমকে।
অভিযোগে বলা হয়, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ইলেক্ট্রিক মটর ক্রয়ের নামে ২ কোটি ৫৯ লাখ টাকা আত্মসাৎ করেন অভিযুক্তরা।
উল্লেখ্য, চট্টগ্রামে শিকলবাহা খালের মোহনায় ৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্রটি অবস্থিত। ৩৫ বছরের পুরনো কেন্দ্রটির সক্ষমতা হ্রাস পাওয়ায় এটিতে নানা যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরই পরিপ্রেক্ষিতে এই কেন্দ্রের জন্য দুটি বৈদ্যুতিক পাম্পসহ বিভিন্ন যন্ত্রপাতি কেনা হয়েছে মূল দামের চেয়ে প্রায় ১২ গুণ বেশি দিয়ে। এমন অনিয়মের তথ্য বেরিয়ে আসে দুদকের অনুসন্ধানে।
বাংলা৭১নিউজ/এএম