বিমানবন্দরে ৮ মাসের মেয়ে শিশুকে ফেলে পালিয়ে গেলেন মা। শুক্রবার (২ এপ্রিল) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যারাইভাল টার্মিনালে এ ঘটনা ঘটে। ফেলে যাওয়া শিশুটিকে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্য উদ্ধার করেছেন।
এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কান্নারত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। পরে এপিবিএন মেস থেকে দুধ এনে তাকে খাওয়ানো হয়েছে। বর্তমানে পুলিশ শিশুটির মায়ের খোঁজ করছে।
ঐ বিমানে শিশুকে রেখে যাওয়া ভদ্রমহিলার সহযাত্রী বলেন, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম কই থেকে আসছেন, পরে উনি জানিয়েছেন আমি সৌদি আরব থেকে এসেছি। এরপর ওই মহিলা জানান তিনি সৌদি আরবে বিয়ে করেছেন। এসব বলতে বলতেই সেই মহিলা কেঁদে ফেলেন।
বাংলা৭১নিউজ/এমকে