বাংলা৭১নিউজ, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শাশুড়িকে কুপিয়ে হত্যা করে বিষপান করে আত্মহত্যা করেছেন কামাল খাঁন (৩০) নামে এক যুবক। এসময় শ্বশুরসহ আরো তিনজনকে কুপিয়ে জখম করা হয়।
নিহত মুরশেদা বেগম (৩৫) ওই এলাকার মনি মিয়ার স্ত্রী। আজ শনিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- শ্বশুর মনি মিয়া (৪৫), কামাল খানের স্ত্রী মুক্তা বেগম (২৩) ও ভাই তামিম (২০)। তাদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ১০ মাস আগে কামাল কানের সঙ্গে মুক্তা বেগমের বিয়ে হয়। মুক্তা সংসার করবে না বলে কিছুদিন আগে কামাল খানকে তালাক দেন। এর জের ধরে শনিবার সকালে কামাল খান মুক্তাদের বাড়িতে এসে ধারালো দা দিয়ে সবাইকে কুপিয়ে আহত করে।
এসময় তিনি বলেন, আমি নিজেও বাঁচবো না তোদেরও বাঁচতে দেব না। এই বলে তিনি বিষপান করে আত্মহত্যা করেন।
শ্রীমঙ্গল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) শাহেদা আকতার জানান, স্থানীয়রা কামাল খানকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলা৭১নিউজ/এসআর