নিবন্ধন পেতে দলের নামের বিষয়ে ইসির আইনে কিছু না থাকলেও, তা শালীন এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য হতে হবে- বলছে নির্বাচন কমিশন। আর একটি শর্ত পূরণ না হলে নিবন্ধন পাবে না কোন দল। ৯৮টি দলের আবেদন যাচাই-বাছাই করে ২০২৩ সালের মে মাসের মধ্যেই নিবন্ধন কার্যক্রম শেষ করবে ইসি।
নাকফুল বাংলাদেশ, মুসকিল লীগ, ইত্যাদি পার্টি, বৈরাবরী পার্টি কিংবা বাংলাদেশ বেকার সমাজ, সৎ সংগ্রামী ভোটার পার্টি, বাংলাদেশ বিদেশ প্রত্যাগত প্রবাসী ও ননপ্রবাসী কল্যাণ দল- নাম শুনতে অদ্ভুত মনে হলেও এই দলগুলো নিবন্ধনের জন্য ইসির কাছে আবেদন করা রাজনৈতিক দলের নাম।
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে এবার আবেদন করেছে ৯৮টি দল। সরেজমিনে ঘুরে দেখা গেছে, বেশিরভাগ দলই নামসর্বস্ব। নিবন্ধনের জন্য দেয়া অফিসের ঠিকানায় পাওয়া যায়নি বাংলাদেশ আম জনতা পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনসহ অনেক দলের কার্যালয়। নামমাত্র সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে; পাওয়া যায়নি ফোনে কিংবা কার্যালয়ে দেখা মেলেনি নৈতিক সমাজ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মত অনেক দলের কাউকে।
প্রকাশনার এই অফিস নতুনধারা বাংলাদেশ-এর রাজনৈতিক কার্যালয় আর এই আইনজীবীর দপ্তরটি বাংলাদেশ জনমত পার্টির। অফিস না থাকার কথা স্বীকারও করছেন তারা। আর ভোটের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনে যাওয়ার কথা বলছে এবি পার্টি।
নতুনধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, “কম বড় দল, কতবড় অফিস, কতবড় কার্যালয়, কত বড় শোডাউন করার সামর্থ রয়েছে এসব নিয়ে আমরা ভাবছিনা।”
এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী বলেন, “আমরা দেখতে চাই ইলেকশন কমিশন নির্বাাচনটা কিভাবে করে। নির্বাচন কিভাবে করে তা জাতির কাছে পরিষ্কার করে তুলে ধরুক ইসি।”
নির্বাচন কমিশনে জমা পড়া দলের এসব উদ্ভট নামের প্রসঙ্গে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, নাম অবশ্যই শালীন ও সামাজিকভাবে গ্রহণযোগ্য হতে হবে।
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, “উদ্ভট নাম, ব্যতিক্রম নাম নিয়ে কোনো আইন নেই, তবে অবশ্যই একটা জিনিস রয়েছে সেটা হল, নামটি অবশ্যই শালিন ও সামাজিকভাবে গ্রহণযোগ্য হতে হবে।”
আইন অনুযায়ী নিবন্ধন পেতে সবদলকেই পূরণ করতে হবে ইসির সব শর্ত।
ইসি বলেন, “কার্যালয় আছে কিনা, জেলা উপজেলায় কার্যক্রম আছে কিনা ইত্যাদি বিভিন্ন তথ্যভিত্তিক ফর্ম রয়েছে সেটায় সব তথ্য ঠিকঠাক থাকতে হবে, তা না হলে নিবন্ধন বাতিল হবে।”
৯৮ দলের আবেদন যাচাই-বাছাই করে আগামী বছর মে মাসের মধ্যেই নিবন্ধন প্রক্রিয়ার কাজ শেষ করতে চায় ইসি।
বাংলা৭১নিউজ/এসএইচ