বাংলা৭১নিউজ,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা-বেনাপোলে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। ফলে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেনা অনেকে।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী-ও ভাষাপ্রেমী মানুষ ২১ ফেব্রয়ারীতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যান দুরের কোন প্রতিষ্ঠানে। এ কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মানের দাবী শিক্ষার্থী ও এলাকাবাসির।
সালাম বরকত রফিক সফিক জব্বার সহ বহু মানুষের বুকের তাজা রক্তে কেনা অমর ২১শে ফেব্রয়ারী। স্মৃতি বিজড়িত ফেব্রয়ারি আসলেই ব্যাকুল হয়ে পড়ে বাঙ্গালি-জাতি। মাতৃভাষার প্রতি নিবিড় টান রয়েছে গর্বিত এ জাতির। এদিকে স্মৃতিস্তম্ভ ও শহীদ মিনার না থাকায় অশ্রু-সিক্ত এ দিনে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেনা এলাকার শিক্ষার্থীরা।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রব জানান, শার্শা উপজেলায় ১২৬টি প্রাইমারী স্কুলের মধ্যে শহীদ মিনার রয়েছে ১৩টিতে। অচিরেই যাতে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মান করা হয় এজন্য উদ্যোগ গ্রহন করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট প্রশাসন আন্তরিক বলে জানান তিনি।
বাংলা৭১নিউজ/এসএস