শনিবার, ১৮ মে ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পার্লামেন্টের নারী স্পিকারদের সামিট এক অনবদ্য প্ল্যাটফর্ম টেক্সাসে ভারী বৃষ্টি-ঝড়, নিহত ৭ বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবে, প্রশ্ন ওবায়দুল কাদেরের দুই ম্যাচ আগেই কিংসকে ‘উপহার’ বাফুফের বৃষ্টিতে ফরিদপুরের পাটচাষিদের ৫০ কোটি টাকা সাশ্রয় হামলা আরও জোরালো করতে পারে রাশিয়া, আশঙ্কা জেলেনস্কির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে মেয়র তাপসের বক্তব্যের ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনে সাঈদ খোকন সকালের বৃষ্টিতে কিছুটা স্বস্তি রাজধানীবাসীর কানে ঐশ্বরিয়ার লুক নিয়ে নেটপাড়ায় হাসির রোল টাঙ্গাইলে বজ্রপাতে প্রাণ গেলো ২ ভাইয়ের ভারতে চলন্ত বাসে আগুন, ৮ জনের প্রাণহানি বাংলাদেশের তরুণীকে ভারতে নিয়ে পতিতাবৃত্তি, আজ আদালতের রায় ইভিএম ব্যবহারে ব্যাপক প্রচারের নির্দেশ ইসির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০ হজযাত্রীদের হেলথ চেকআপে বিকাশ পেমেন্টে ছাড় মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু মঞ্চেই জুতা ছিঁড়লো মমতার, সেফটিপিন লাগিয়ে পা মেলালেন নৃত্যে শারজাহ থেকে আসা যাত্রীর শরীরে মিললো সাড়ে চার কোটি টাকার সোনা

শহিদ বুদ্ধিজীবীর সন্তানদের চোখে বাংলাদেশ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭
  • ৯৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: ১৯৭১ সালে বিজয়ের মাত্র দু’দিন আগে ১৪ ডিসেম্বর বাঙালি জাতিকে নেতৃত্বহীন ও মেধাশূন্য করতে হত্যা করা হয় বুদ্ধিজীবীদের৷ তাঁরা এক অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখতেন, যা আজ তাঁদের সন্তানরা এগিয়ে নিয়ে যেতে চান৷

শহিদ সাংবাদিক সিরাজুদ্দিন হোসেনের ছেলে সাংবাদিক শাহীন রেজানুর হতাশ নন৷ তিনি মনে করেন, অনেক পাথর আর বাধা সরিয়ে আবার বাংলাদেশ এগিয়ে যাচ্ছে৷ বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা হয়েছিল৷ কিন্তু শেষ পর্যন্ত তা পারেনি অপশক্তি৷ তাই বাংলাদেশ ইতিহাসের সঠিক পথেই এখন হাঁটছে৷

তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘শহিদ বুদ্ধিজীবীরা এক অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং শোষনমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখতেন৷ কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয় এবং বাংলাদেশকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হয়৷ এরপর এই দেশে স্বাধীনতাবিরোধীরা মন্ত্রী হয়৷ ঘাতকরা ক্ষমতায় আসে৷ আর আমরা শহিদদের সন্তানরা হতাশায় নিমজ্জিত হই৷ কিন্তু ইতিহাস তার পথ খুঁজে নেয়৷ অনেক চাপ আর ষড়যন্ত্র উপেক্ষা করে বাংলাদেশে অবশেষে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, বিচার চলছেও৷ এটা আমাদের অনেক বড় অর্জন৷”

‘‘তবে সাম্প্রদায়িকতামুক্ত এবং শোষনমুক্ত বাংলাদেশের জন্য আমাদের আরো অনেক দূর যেতে হবে৷ আমি হতাশ নই৷ কারণ সামনে আলো আছে৷ আমাদের সময় লাগবে৷ কিন্তু আমরা এগিয়ে যাব” – এই বিশ্বাস শাহীন রেজানুরের৷

শহিদ বুদ্ধিজীবী ডা. এএফএম আবদুল আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরী৷ তিনি আজকের বাংলাদেশকে দেখেন দু’ভাবে৷ প্রথমত, তিনি মনে করেন বাংলাদেশ স্বাধীন হয়েছে৷ বাংলাদেশের নাগরিক হিসেবে এটা আমাদের বড় অর্জন৷ একটা সময় দেশ স্বাধীনতাবিরোধীরা দখল করে নিলেও, আবার তা মুক্ত হয়েছে৷ যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে৷ কিন্তু অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন এখনও সফল হয়নি৷

তিনি বলেন, ‘‘শহিদ বুদ্ধিজীবীরা যে অসাম্প্রদায়িক বাংলাদেশ চাইতেন তা অর্জন করতে আরো অনেক সময় লাগবে৷ আমাদের অসাম্প্রদায়িক সংবিধানকে ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর সাম্প্রদায়িক করা হয়েছে৷ এখনও সাম্প্রদায়িক শক্তিগুলো সক্রিয়৷ এখনও দেশে আমরা সাম্প্রদায়িক হানাহানি দেখি৷ অর্থনৈতিক শোষণ এখনো বিদ্যমান৷ তবে এরপরেও আমি হতাশ নই৷ আমার মনে হয় আমরা এগিয়ে যাচ্ছি৷”

শহিদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার সন্তান শমী কায়সার মনে করেন, ‘‘যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আরেকটি যাত্রা শুরু হয়েছে, গণজাগরণ মঞ্চ হয়েছে৷ তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধকে নিয়ে নতুন করে ভাবছে৷ তারা তাদের মতো করে মুক্তিযুদ্ধকে দেখছে৷ তারা সঠিক ইতিহাস জানছে৷ বঙ্গবন্ধুকে জানছে৷ অনেকে ভাবতেই পারত না যে এই দেশে যুদ্ধাপরাধীদের বিচার হবে৷ অনেক ষড়যন্ত্র হয়েছে এই বিচার বন্ধে৷ কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এটা সম্ভব করেছেন৷ আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ৷”

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘এটা সত্য যে আমাদের অর্থনৈতিক মুক্তি এখনও আসেনি৷ সাম্প্রদায়িকতার বিষবাষ্প এখনও আছে৷ কিন্তু আমরা এগোচ্ছি৷ অনেক কিছু এখনো অর্জনের বাকি৷ কিন্তু এখন আশাবাদী আমাদের হবে৷”

সুমন জাহিদ শহিদ বুদ্ধিজীবী সেলিনা পারভিনের ছেলে৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমাদের, মানে শহিদ বুদ্ধিজীবীদের সন্তানদের একটি সংগঠন আছে, যার নাম ‘প্রজন্ম একাত্তর’৷ এই সংগঠনের একটা স্লোগান আছে – তোমাদের যা বলার ছিল বলেছে কি তা বাংলাদেশ? শহিদ বুদ্ধিজীবীরা যা চেয়েছেন তা আজও এই বাংলাদেশে হয়নি৷ এখনো দেশে হানাহানি, অশান্তি, সাম্প্রদায়িকতা৷ আমরা চাই দলীয় স্লোগানে শহিদদের যেন আটকে রাখা না হয়৷ তাঁদের চিন্তা, তাঁদের চেতনা এবং আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে৷”

বাংলা৭১নিউজ/সংগৃহিত:ডয়চে ভেলে/এসএইচবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com