বাংলা৭১নিউজ, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেনীর গরীব মেধাবী ছাত্রি ফাতেমা আকতার কে শরীয়তপুর পুলিশ সুপারের পক্ষ থেকে একটি বাইসাইকেল প্রদান করেছে বলে জানিয়েছে পালং মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন আংগারিয়া উচ্চবিদ্যালয় উপস্থিত হয়ে ছাত্রির হাতে এ সাইকেলটি বুঝিয়ে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ এহসান শাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (হেডকোয়াটার) তানভির হায়দার শাওন,পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ খলিলুর রহমান, ডিআইও ওয়ান মোঃ আসাদুজ্জামান, ট্রাফিক পুলিশ পরিদর্শক মোঃ বজলুর রহমান, আংগারিয়া বালিকা উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন ,সহ শিক্ষক মাওলানা আঃ মাজেদ প্রমূখ।
বাংলা৭১নিউজ/জেএস