বাংলা৭১নিউজ,বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট প্রবীর রঞ্জন হালদার সোমবার দুপুরে শরণখোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। এছাড়া ওই আওয়ামী লীগ নেতা এদিন উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করে নৌকার পক্ষে প্রচারণা চালান।
মোরেলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রয়াত সংসদ সদস্য সুধংস শেখর হালদারের ভাই আওয়ামী লীগ নেতা প্রবীর হালদার বলেন, আমার মূল লক্ষ্য নৌকার বিজয়। আমি আওয়ামী লীগ পরিবারের লোক হিসেবে দীর্ঘদিন দলে মানুষের সেবায় কাজ করছি। সে হিসেবে আমি মনোনয়ন প্রত্যাশা করি। না পেলে নেত্রী যাকে মনোয়নয় দেবেন দলের সার্থে আমি তার পক্ষেই কাজ করবো।
প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলোচনা করেন সাংবাদিক শেখ মোহাম্মদ আলী, আ. রাজ্জাক তালুকদার, নজরুল ইসলাম, আ. মালেক রেজা, আমিনুল ইসলাম সাগর, টিএম মিজানুর রহমান, মিজানুর রাকিব, আনোয়ার হোসেন, এমাদুল হক শামীম ও নূরুজ্জামান শাহীন।
বাংলা৭১নিউজ/জেএস