শ.ম রেজাউল করিম, সাবেক গৃহায়ন ও গণপূর্ত এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী-এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন।
নিজ নামে বরিশালের নাজিরপুর, পিরোজপুর এবং ঢাকার বিভিন্ন স্থানে স্থাবর সম্পদ রয়েছে মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন সময়ে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন নামক প্রকল্প এর আওতায় বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় এবং প্রশিক্ষণের নামে ২৫ কোটি টাকা আত্মসাত ০১ টি গাড়ি, ব্যাংকে জমা এছাড়াও তার দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে মর্মে সোর্স মূলে জানা যায়।
জনাব শ.ম রেজাউল করিম, সাবেক গৃহায়ন ও গণপূর্ত এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এর বিরুদ্ধে অভিযোগে আনীত তথ্যাদি তথা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজ নামে এবং তার পোষ্যবর্গের এবং আত্মীয়-স্বজনের নামে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছে মর্মে প্রাথমিকভাবে সঠিকতা পরিলক্ষিত হওয়ায় কর্তৃপক্ষ কর্তৃক অভিযোগটি প্রকাশ্য অনুসন্ধানের জন্য অনুমোদিত হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ