শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বেনাপোল-পেট্রাপোল দিয়ে ভারত ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা ঢাবিতে বিষমুক্ত ফল নিশ্চিতের দাবিতে মানববন্ধন গোপালগঞ্জের সেপটিক ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক নিহত দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে ভোট বর্জনই বিএনপির আন্দোলন: এ্যানি আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১১ পশুর জন্য প্রাকৃতিক খাদ্য উৎপাদন বাড়াতে বললেন প্রাণিসম্পদ মন্ত্রী বাংলাদেশ ব্যাংক স্বাধীন সত্তা হারিয়েছে: ড. ফাহমিদা ৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিউটন গ্রেপ্তার জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি ন্যায়বিচার পাওয়া সাংবিধানিক অধিকার : প্রধান বিচারপতি দুর্যোগ মোকাবিলায় ১ কোটি স্বেচ্ছাসেবী গড়ে তোলার পরিকল্পনা ওয়ারীতে বাথরুমে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ঢাকায় আসছেন কানাডার ইন্দো-প্যাসি‌ফিক বা‌ণিজ্য প্রতি‌নি‌ধি পার্লামেন্টের নারী স্পিকারদের সামিট এক অনবদ্য প্ল্যাটফর্ম টেক্সাসে ভারী বৃষ্টি-ঝড়, নিহত ৭ বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবে, প্রশ্ন ওবায়দুল কাদেরের

লোডশেডিংয়ে শিক্ষার্থীদের বাড়ছে ভোগান্তি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭
  • ৫৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, রাজবাড়ী প্রতিনিধি : দিনে কত বার বিদ্যুতের লুকোচুরি হয় তার অন্ত নেই। সন্ধ্যার পর থেকেই শুরু হয় লোডশেডিংয়ের ভয়াবহতা। প্রতিদিনের এ ভোগান্তির শিকার হচ্ছে সর্বস্তরের মানুষ। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে এ রকম ঘটনা প্রতিদিনের।
কম্পিউটার ব্যবসায়ী মাসুদ রানা, চন্দন কুমার, আরিফ হোসেন জানান, বিদ্যুতের ভেলকি বাজীর কারণে ব্যবসায় চরম ধ্বস দেখা দিয়েছে। দিনের বেলায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। সন্ধ্যার পর থেকেই আবার শুরু হয় রাত ১১টা-১২ টা পর্যন্ত। এ অবস্থায় ব্যবসায়ী ছাড়াও শিক্ষার্থী ও কলকারখানার মালিকরা ক্ষতির সম্মুখিন হচ্ছে। একদিকে লোডশেডিং অন্যদিকে বিদ্যুতের বিভিন্ন সমস্যা দেখা দিলেও অভিযোগ জানানোর কোন জায়গা নেই। অভিযোগ করতে হলে যেতে হবে টাকা খরচ করে রাজবাড়ী। বালিয়াকান্দিতে কোন অফিস না থাকার কারণে গ্রাহকরা হাজারো সমস্যার মাঝেও নিরব ভুমিকা পালন করতে হয়। বিদ্যুৎ বিভাগের কোন নিয়োগকৃত লোকের দেখা মেলে না। ভাড়াটিয়া ও পিচ রেট কর্মচারীদের দিয়ে চলে দায়সারা কার্যক্রম। বিদ্যুতের এ লুকোচুরি খেলা ও গ্রাহকরাদের সমস্যা সমাধানে বালিয়াকান্দিতে অফিস স্থাপনের দাবী জানান।
শিক্ষার্থী রতন, আল আমিন, তুলি, সাগরিকা জানায়, প্রতিদিন সন্ধ্যার পর থেকেই বিদ্যুৎ না থাকার কারণে পড়ালেখা করতে চরম দুর্ভোগের শিকার হতে হয়। পড়ালেখা করতে বিঘœ সৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ মাঝে মাঝে আসলেও কিছুক্ষণ থাকার পর আবার চলে যায়। এতে পড়ালেখা করতে অমনোযোগী করে তুলছে। এ পরিস্থিতি থেকে পরিত্রানের দাবী জানায়।
বালিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও ইসলামপুর স্বাবলম্বী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, সন্ধ্যার পর অব্যাহত লোডশেডিংয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার মনোযোগের বিঘœ সৃষ্টি করছে। এর প্রভাব আগামী জেএসসি ও পিএসসি পরীক্ষায় পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিদ্যুতের সমস্যা দ্রুত সমাধানের দাবী জানান।
বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম জানান, সন্ধ্যার পর থেকে বিদ্যুতের অব্যাহত লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়ালেখায় চরম বিঘœ সৃষ্টি হচ্ছে। বালিয়াকান্দিতে বিদ্যুতের কোন অফিস না থাকায় অভিযোগ করার সুযোগ নেই। তবে এ অবস্থা থেকে দ্রুত সমাধানের প্রয়োজন।
রাজবাড়ী ওজোপাডিকোর প্রকৌশলী বাপ্পি দাস এ প্রসঙ্গে বলেন, সন্ধ্যা ৬ টা থেকে ১২টা পর্যন্ত ৬ ঘন্টা সময়ের মধ্যে আড়াই থেকে তিন ঘন্টা বিদ্যুতের লোডশেডিং থাকে। চাহিদার তুলনায় যোগান কম থাকায় এ সমস্যার সৃষ্টি হচ্ছে। আশা করছি দ্রুতই এ সমস্যার সমাধান হবে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com