বাংলা৭১নিউজ,ডেস্ক: ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর ছেলে ও লোকসভার কংগ্রেস দলীয় সদস্য অভিজিৎ মুখার্জী বাংলাদেশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন প্রত্যক্ষ করছেন।
শনিবার (১৮ জুন) সকাল ১০টা ৪৮ মিনিটে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়। এর কিছুক্ষণ পরেই সংসদে বিদেশি অতিথি গ্যালারিতে বসে শনিবারের অধিবেশন দেখা শুরু করেন তিনি। এসময় অধিবেশন কক্ষে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
অভিজিৎ মুখার্জী অধিবেশন কক্ষে প্রবেশের আগে সংসদ এলাকা ঘুরে দেখেন। তিনি যখন অধিবেশন কক্ষে প্রবেশ করেন তখন চলছিল ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনার অংশ।
তার অধিবেশন প্রত্যক্ষ করার বিষয়টি ঘোষণা দিয়ে ডেপুটি স্পিকার জাতীয় সংসদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান।
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর ছেলে অভিজিৎ চারদিনের সফরে বাংলাদেশে এসেছেন। শুক্রবার (১৭ জুন) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহজাবিন খালেদ।
বাংলা৭১নিউজ/এসএইস