কক্সবাজারের টেকনাফে নাফনদীর তীর থেকে লুঙ্গি দিয়ে মোড়ানো একটি পোটলার ভিতর থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার (১৩অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকের একটি চালান মিয়ানমার হতে বাংলাদেশে আসতে পারে এমন তথ্য পায় বিজিবি। খবর পেয়ে উনচিপ্রাং বিওপি’র চোরাচালান প্রতিরোধ টহল দল ঐ এলাকায় গিয়ে কৌশলগত অবস্থান নেয়।
এসময় বিজিবি টহলদল তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে খালেরমুখ হাজির চিংড়ি ঘেরের দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে দূর থেকে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীদের হাতে থাকা একটি পোটলা ফেলে দিয়ে অন্ধকারের সুযোগে দৌড়ে পাশের গ্রামে পালিয়ে যায়।
পরে টহলদল চোরাকারবারীদের ফেলে যাওয়া লুঙ্গি দিয়ে মোড়ানো একটি পোটলার ভিতর হতে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান,চোরাকারবারীদের সনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
বাংলা৭১নিউজ/এসএকে