মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১৫৬ উপজেলায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা মত প্রকাশের স্বাধীনতায় ১২৮তম বাংলাদেশ পানিতে ডুবে দুই সন্তানের মৃত্যু, শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা ঘর পাচ্ছে আরও ২০ হাজার ভূমিহীন পরিবার বাংলাদেশে চালের উৎপাদন বেড়েছে চারগুণেরও বেশি বাজার মনিটরিংয়ের বিষয়টি আবার সচল করা হবে জামায়াত নেতা এটিএম আজহারের দুই বছরের কারাদণ্ড নিষেধাজ্ঞায় তাদের অপকর্ম থামেনি: ফখরুল ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা চট্টগ্রামে নির্বাচনে সংঘর্ষ, অতিরিক্ত পুলিশ মোতায়েন উপজেলা নির্বাচন : স্ট্রোক করে মারা গেছেন ১ ভোটার ও ১ আনসার ‘ভাইদের কোনো লাইসেন্স ছিল প্রমাণ দিতে পারলে শাস্তি মেনে নেব’ ভূতের গলিতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পুলিশি বাধায় বাংলাদেশ ব্যাংকের সামনে যেতে পারেনি গণসংহতির মিছিল ‘আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আমার কোনো মন্তব্য নেই’ ভিসানী‌তির অধীনে সাবেক সেনাপ্রধানকে নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র কুড়িগ্রামে জাল ভোট দিতে গিয়ে আটক ১, ১৫ দিনের সাজা রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে মার্কিন ভূমিকার অভিযোগ অস্বীকার যুক্তরাষ্ট্রের গোটা বাংলাদেশ কাঁটাতারের বেড়ায় আটকে আছে : রিজভী শরীয়তপুরে চেয়ারম্যানপ্রার্থীর সমর্থকদের হামলায় ১০ সাংবাদিক আহত

লিবিয়ায় সংঘাত অব্যাহত

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ৭ এপ্রিল, ২০১৯
  • ৬২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: ক্ষমতাসীনদের কাছ থেকে লিবিয়ার রাজধানী ত্রিপোলির নিয়ন্ত্রণ নিতে খুব কাছে চলে এসেছে লিবিয়ার পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণকারী গোষ্ঠী লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ)।

তবে ত্রিপোলিভিত্তিক জাতীয় সরকারের মুখপাত্র ফাথি বাশাখা লিবিয়ার টেলিভিশন চ্যানেল আল-আহরারকে বলেছেন, তাদের সেনারা হাফতারের সৈন্যদের কাছ থেকে পুনরায় ওই বিমানবন্দরের দখল নিয়েছে।

তিনি বলেন, ত্রিপোলির কাশরবিনঘাসির নামক এলাকায় এখনও সংঘাত চলছে। তবে হাফতারের সেনাদের পক্ষ থেকে হুমকি শেষ না হওয়া পর্যন্ত এ যুদ্ধ চলতেই থাকবে।

এর আগে বুধবার এলাকাটির নিয়ন্ত্রণ নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে সে দেশের পূর্বাঞ্চল নিয়ন্ত্রণকারী সেনা কমান্ডার খালিফা হাফতার।

তাদের প্রতিহত করতে জনগণকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ। আর পূর্বাঞ্চলকে উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছেন লিবিয়ার জাতিসংঘ স্বীকৃত প্রধানমন্ত্রী ফায়েজ সিরাজী।

তবে সংঘাতের মাধ্যমে লিবিয়া সংকট সমাধান সম্ভব নয় বলে সতর্ক করেছে বিশ্ব সম্প্রদায়।

ওই দিন লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে সামরিক সমাবেশ ঘটায় ওই অঞ্চলের নিয়ন্ত্রণকারী জেনারেল খালিফা হাফতারের অনুগত সেনারা।

পর দিন বৃহস্পতিবার তাদের রাজধানী ত্রিপোলির উদ্দেশে যাত্রা করার নির্দেশ দেন তিনি। বলেন, যারা সংঘাত চাইবে, তাদের বিরুদ্ধে লড়াই করবে তার বাহিনী।

এক অডিওবার্তায় অন্যায়কারীদের উৎখাতে একে বিজয় যাত্রা বলেও অভিহিত করেন তিনি। নির্দেশনার পরই বিভিন্ন দিকে থেকে ত্রিপোলির উদ্দেশে রওনা দেয় হাফতার বাহিনী।

এদিকে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলি ও এর পার্শ্ববর্তী শহরগুলোতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সাবধানতা অবলম্বন এবং সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দেয়া হচ্ছে।

শুক্রবার দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রবাসী বাংলাদেশিদের রাস্তাঘাটে চলাফেরা সীমিত করতে নির্দেশ দেয়া হয়েছে।

এ ছাড়া লিবিয়ায় অবস্থানকারী প্রবাসীদের যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +২১৮৯১৬৯৯৪২০৭ ও +২১৮৯১০০১৩৯৬৮-তে যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বাংলা৭১নিউজ/এসকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com